নয়াদিল্লি: ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে তিন উইকেট খুইয়ে তখন প্রবল চাপে দিল্লি ক্যাপিটালস। সেখান থেকে পাল্টা মারের তত্ত্ব আঁকড়ে ধরলেন অক্ষর পটেল (Axar Patel)। তিন নম্বরে নেমে ৪৩ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেললেন বাঁহাতি স্পিনার। সঙ্গী হিসাবে পেয়ে গেলেন অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)। চতুর্থ উইকেটে ৬৮ বলে ১১৩ রানের জুটি গড়ে তুললেন দুজনে। ৪৪/৩ থেকে দিল্লি ক্যাপিটালসকে (DC vs GT) ১৫৭ রানের গদিতে পৌঁছে দিলেন দুজনে।
যে সাচ্ছন্দ্যের ওপর দাঁড়িয়ে শেষ লগ্নে ব্যাট হাতে প্রলয় চালালেন ট্রিস্টান স্টাবস। সৌরভ গঙ্গোপাধ্যায় যাঁকে চলতি মরশুমে দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা অস্ত্র বলে চিহ্নিত করেছেন। ৭ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। পন্থ ৪৩ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। মোহিত শর্মার শেষ ওভারে ৩১ রান উঠল। মোহিতের অফস্টাম্পের অনেক বাইরে ইয়র্কার লেংথের বলে যেভাবে হাঁটু গেড়ে এক হাতে বাউন্ডারিতে আছড়ে ফেললেন পন্থ, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাকা বলেই মনে হয়। সম্পূর্ণ ফিট দেখিয়েছে তাঁকে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস তুলল ২২৪/৪।
অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ১৮ বলে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে তুললেন পন্থ ও স্টাবস। যে পার্টনারশিপে ৭ বলে ২৬ স্টাবসের। ১১ বলে ৪০ রান পন্থের। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর ১৪ মাস মাঠের বাইরে কাটিয়েছেন। তিনি প্রাণে বাঁচবেন কি না, সেই সংশয়ও ছিল। তবে অলৌকিক কাণ্ড ঘটিয়ে মাঠে ফিরেছেন পন্থ। প্রত্যেক ম্যাচেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছেন। ৯ ম্যাচে ৩৪২ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়েও ঢুকে পড়লেন পন্থ। এই পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে বেশি রান, রেকর্ড সংখ্যক ম্যান দ্য ম্যাচ, বার্থ ডে বয়ের কীর্তি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।