কলকাতা: কারণ শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। একরত্তি ছেলে ইউভান (Yuvaan) -এর সঙ্গে বিবাদে জড়ালেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)! আর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিলেন খোদ নায়িকাই। তবে সবটাই একেবারে মজার ছলে। ছোটরা যেমন করে তাদের মা-কে নিয়ে লড়াই করে, তেমন করেই ছোট্ট ইউভান লড়াই করতে তার মায়ের জন্য, তাও আবার নিজেরই বাবার সঙ্গে!

সোশ্যাল মিডিয়ায় আজ একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি বাসে সফর করছেন রাজ আর ইউভান। ক্যামেরার পিছনে রয়েছেন শুভশ্রী। রাজ ইউভানকে বোঝানোর চেষ্টা করছেন, শুভশ্রী রাজের মাম্মা, কিন্তু ইউভানের মা। অন্যদিকে ইউভান ও নাছোড়, মা-কে তার মাম্মাই বলা চাই। ইন্ডাস্ট্রির সবাই জানেন, রাজ এবং শুভশ্রী একে অপরকে মাম্মা বলে ডাকেন। তবে এবার, সেই ডাকে ভাগ বসিয়েছে ছেলে। এবার তর্কে না পেরে রাজ বলেন, 'ও আমার ভালবাসা, আমার স্ত্রী!' ইউভানের মুখেই একই বুলি.. একেবারে অবুঝের মতোই। শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় এই মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়ে বলেছেন, এই ধরণের ঝগড়াই আমার প্রিয়। 

আগামীতে 'লহ গৌরাঙ্গের নাম রে'-তে দেখা যাবে শুভশ্রীকে। সদ্য নায়িকার লুক প্রকাশ্যে এসেছে, আর তাতে রয়েছে বেশ চমক।  শুভশ্রীর পাশাপাশি ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) ও দিব্যজ্য়োতি দত্ত (Dibyojyoti Dutta) তাক লাগিয়েছেন শ্রীচৈতন্যের লুকে। যে ৩টি লুক সবচেয়ে বেশি চর্চায়, তা হল শুভশ্রী, ইন্দ্রনীল ও দিব্যজ্যোতির লুক। প্রত্যেকের পরণেই গেরুয়া বসন, মুন্ডিত মস্তক, গলায় কন্ঠী ও কপালে রসকলি। শুভশ্রীকে এই বেশে দেখে চেনা দায়। নটি বিনোদিনীর বেশে দেখা যাবে তাঁকে। এই ছবিতে ৩টি সময়কালকে তুলে ধরা হবে বলে সৃজিত জানিয়েছেন। এর মধ্যে নটি বিনোদিনী, শ্রীচৈতন্য মহাপ্রভু, গিরীশচন্দ্র ঘোষের মতো চরিত্ররা উঠে আসবে। আবার একজন সুপারস্টার ও আরেকজন পরিচালকের মধ্যের সম্পর্কের কথাও উঠে আসবে। এখনকার সময় থেকে শুরু করে নব্বইয়ের দশকের মতো সময়কালও উঠে আসবে। শ্রীচৈতন্যের সময়কালও উঠে আসবে এই ছবিতে। এই ছবির সবচেয়ে বড় চমক অবশ্যই চৈতন্যদেবের চরিত্রে। এই চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্য়োতি দত্তকে।