কলকাতা: তাঁর মেকআপ, লুক নজর কেড়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এবার প্রকাশ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র নতুন ওয়েব সিরিজে তাঁর কন্ঠস্বর। নায়িকা নয়, যেন কথা বলছেন কোনও এক প্রাচীন বৃদ্ধা। মুক্তি পেল 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর টিজার। প্রস্থেটিক মেকআপে অচেনা শুভশ্রী। তবে শুধু কী অনুরাগীরা? শুভশ্রীর লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ টলিউডও।
কল্লোল লাহিড়ির কাহিনী অবলম্বনে 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। মুখ্যভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)-র পরিচালনায় ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন শুভশ্রী। প্রথম পোস্টারেই তাঁর লুক নিয়ে কার্যত হইচই পড়ে গিয়েছিল। আজ আর বৃদ্ধার ভূমিকায় তাঁর গলার স্বর শুনেও যেন মনে হল, কথা বলছেন এক বৃদ্ধা, শুভশ্রী নয়। তাঁর ভাঙা, ধরা গলা, বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়া ফুটিয়ে তোলে এক বৃদ্ধার গল্প, ইন্দুবালার গল্প।
আরও পড়ুন: Pathaan News: একাধিক রেকর্ড, বক্সঅফিসে ঝড়, পাঠানের সাফল্য উদযাপনে নয়া চমক শাহরুখের
তবে শুধু শুভশ্রী নন, এই টিজারে দেশ ছেড়ে আসার যন্ত্রণা, বাল্যপ্রেম, বিবাহ... আভাস মেলে সবকিছুরই। টিজার শেয়ার করে নিয়ে প্রযোজনা সংস্থার তরফ থেকে লেখা হয়েছে, 'এই ইতিহাস দেশ ছাড়ার ইতিহাস। এই ইতিহাস স্বজন হারানোর ইতিহাস। এই ইতিহাস স্বাদের ইতিহাস…' মার্চ মাসে হইচই-এর ওয়েব প্লাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। এখনও প্রকাশ্যে আসেনি মুক্তির তারিখ।