কলকাতা: ২৯ নভেম্বর ১৯৩৬, জন্মগ্রহণ করেন বাংলা সিনেমা জগতের অন্যতম গুণী, প্রতিভাবান অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় (Subhendu Chatterjee)। আজ তাঁর ৮৫তম জন্মদিন। নিজের সোশ্যাল মিডিয়ায় বাবার পুরনো ছবি দিয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন তাঁর ছেলে, অপর অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।


২৯ তারিখ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কিংবদন্তী অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের দুটি ছবি পোস্ট করেন শাশ্বত। একটি তাঁর যুবক বয়সের। দ্বিতীয় ছবিতে মুখে বয়সের ছাপ স্পষ্ট। ছবি শেয়ার করে ক্যাপশনে শাশ্বত লেখেন, 'বাপি..... শুভ জন্মদিন...আমার বাবা'। ছোট্ট এই লেখা থেকেও স্পষ্ট বাবাকে জন্মদিনে বেশ মনে পড়ছে তাঁর।


আরও পড়ুন: ABP Exclusive: প্রশ্ন করলেই বিপদ, ধারাবাহিকের যুক্তিহীন সংলাপ ইচ্ছা হলেও বদলাতে পারি না: সুমন্ত


 






তাঁর এই পোস্টে অনুরাগী থেকে শুরু করে টলি পাড়ার অনেকেই কমেন্ট করেছেন। ২০০৭ সালে ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম এই অভিনেতা। তিনি মৃণাল সেনের পরিচালনায় 'আকাশ কুসুম' ছবির হাত ধরে প্রথম সিনেমায় পা রাখেন। এরপর একে একে 'চিড়িয়াখানা', 'চৌরঙ্গি', 'অরণ্যের দিনরাত্রি', 'কুহেলি' ও আরও অসংখ্য ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় দেখেছেন দর্শকেরা। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছিল গোটা টলিপাড়া।