কলকাতা: ছবির নায়িকার জন্মদিনে তিনি উপহার দিয়েছিলেন তারা, আর এবার নিজের নামে চাঁদে জমি কিনলেন টলিউডের এই পরিচালক! সদ্য সোশ্যাল মিডিয়ায় সেই চাঁদে জমি কেনার সার্টিফিকেট শেয়ার করে নিয়েছেন 'দেবী চৌধুরানী'-র (Devi Chowdhurani) পরিচালক। শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। 


চাঁদে জমি কেনা বিষয়টি আসলে কী? চাঁদে যে জমি বিষয়টা নিয়ে অনেক রকম ধারণা ও মতপার্থক্য রয়েছে। দ্য লুনার রেজিস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইট (The Lunar Registry)- থেকে চাইলে যে কেউ, নির্দিষ্ট অর্থ ব্যয় করে চাঁদে জমি কিনতে পারেন। এই ওয়েবসাইটটি দাবি করে, তারা আইনত চাঁদে জমি বিক্রয় করতে পারে। কোনও ব্যক্তি জমি কিনলে, এই ওয়েব সাইটের তরফ থেকে তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়, একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি, জমিটির ভৌগোলিক অবস্থান এবং মৌজা-পর্চার মতো আইনি নথি। তবে চাঁদে জমি কেনা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে দ্বিমত রয়েছে।


সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের চাঁদে জমি কেনার সার্টিফিকেট শেয়ার করে নিয়েছেন শুভ্রজিৎ। পরিচালক লিখছেন, 'চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিংকে উদযাপন করতে। চাঁদে একটুকরো জমি কিনে ফেললাম। একজন সাধারণ ভারতীয় হিসেবে, চাঁদের এক টুকরো জমিতে ভারতের পতাকা রাখার ব্যবস্থা করে ফেললাম।'


 






প্রসঙ্গত, মহাকাশে কিন্তু এই প্রথম 'সম্পত্তি' কেনেননি শুভ্রজিৎ। সদ্য গিয়েছে তাঁর আগামী ছবি 'দেবী চৌধুরানী'-র নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)-র জন্মদিন। অভিনেত্রীর বিশেষ দিনে তাঁকে এক অনবদ্য উপহার দিয়েছেন শুভ্রজিৎ। তাঁর নামে মহাকাশে একটি তারা নামাঙ্কিত করে দিয়েছেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় সেই খবর উচ্ছ্বসিত হয়ে শেয়ারও করে নিয়েছিলেন শ্রাবন্তী।


অন্যদিকে, ইতিমধ্যেই নতুন ছবির প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন শুভ্রজিৎ। ইতিহাস আর সাহিত্য মিশে রয়েছে যে গল্পে.. তাকে পর্দায় তুলে ধরা সহজ নয় মোটেই। বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ বঙ্কিম সাহিত্য। সেই সাহিত্যিকেরই রচিত কিংবদন্তি চরিত্র 'দেবী চৌধুরানী'-কে রুপোলি পর্দার ফ্রেমে বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। নভেম্বরে শুরু ছবির শ্যুটিং, কিন্তু ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিপর্ব। গল্পে ২০০ বছর আগের যে ছবি তুলে ধরা হয়েছে, সেখান থেকে আমূল বদলে গিয়েছে বর্তমানের সেই সমস্ত জায়গার ছবি। রেইকিতে বেরিয়ে, পুরুলিয়া, বীরভূম, ঝাড়খণ্ড ঘুরে শ্যুটিং লোকেসন ঠিক করে ফেলেছেন পরিচালক।


 


 আরও পড়ুন: Devi Chowdhurani Exclusive: ঘন জঙ্গলে সাপের উপদ্রব! চিকিৎসক, অ্যাম্বুল্যান্স নিয়ে দেবী চৌধুরানীর শ্যুটিংয়ের পরিকল্পনা শুভ্রজিতের