Adah Sharma: যেখানে মিলেছিল সুশান্তের দেহ, সেই বাড়ির বাসিন্দা হবেন 'দ্য কেরালা স্টোরি'-র আদাহ্ শর্মা?

Sushant Singh Rajput: ২০২০ সালে এই বিলাসবহুল ফ্ল্যাটেই থাকতেন সুশান্ত। সখের এই অ্যাপার্টমেন্টটির জন্য সেই সময়ে নাকি ৪ লক্ষ টাকা বাড়ি ভাড়া দিতেন সুশান্ত।

Continues below advertisement

কলকাতা: যে বাড়ি নিয়ে এত জল্পনা-কল্পনা, এমনকি কিছুটা ভয়-আতঙ্কও, এবার কি সেই বাড়ির মালিক হচ্ছেন বলিউড অভিনেত্রী আদাহ্ শর্মা (Adah Sharma)? যে বাড়ির এককালের বাসিন্দা ছিলেন সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput), এবার কি সেই বাড়িই কিনছেন 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)-র নায়িকা? সদ্য পাপারাৎজিরা তাঁকে দেখেন সুশান্তের সেই মঁ ব্লাঁ নামের সেই ফ্ল্যাট থেকে বেরতে! তবে কি সত্যিই সেই বাড়ির মালিক এবার হচ্ছেন আদাহ্? 

Continues below advertisement

২০২০ সালে এই বিলাসবহুল ফ্ল্যাটেই থাকতেন সুশান্ত। সখের এই অ্যাপার্টমেন্টটির জন্য সেই সময়ে নাকি ৪ লক্ষ টাকা বাড়ি ভাড়া দিতেন সুশান্ত। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টটি থেকে সমুদ্র দেখা যেত বলে, বেশ অনেক টাকাই ভাড়া গুনতে হত অভিনেতাকে। এই ফ্ল্যাটের ব্যালকনিতেই সাধের টেলিস্কোপ বসিয়েছিলেন তিনি। সেখান থেকেই তিনি নজর রাখতেন তারায়। এই ফ্ল্যাটেই জীবনাবসান হয় সুশান্তের। এই অ্যাপার্টমেন্ট থেকেই উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত মৃতদেহ। 

সম্প্রতি, আদাহ্ শর্মাকে দেখা যায় সেই অ্যাপার্টমেন্ট থেকে বেরতে। বাড়িটি ঘুরেও দেখেন তিনি। ছাদেও বেশ কিছুটা সময় কাটান। সেই থেকেই গুঞ্জন শুরু হয়েছে, সেই অ্যাপার্টমেন্টটি নাকি কিনেছেন আদাহ্। গোলাপি চিকনকারি কুর্তিতে এসেছিলেন অভিনেত্রী। সেখান থেকে বেরনোর সময় পাপারাৎজিরা ঘিরে ধরেন তাঁকে। হাসতে হাসতে আদাহ্ এগিয়ে আসেন তাঁদের দিকে। পাপারাৎজিরা প্রশ্ন করেন, তিনি এই বাড়ি কিনেছেন কি না? কিন্তু সেই প্রশ্নের উত্তর দেননি আদাহ্। হাসতে হাসতে কেবল বলেন, 'কোনও কথা এগোলে, সবার আগে আপনাদেরই জানাব। মিষ্টির বাক্স নিয়ে খবর দেব। দেখুন, আমি তো প্রশ্নের উত্তর না নিয়ে চলে যাইনি। কোনও কথা পাকা হলে অবশ্যই জানাব।'

যেমন সরাসরি উত্তর দিলেন না আদাহ্, তবে উড়িয়ে দিলেন না এই অ্যাপার্টমেন্ট কেনার গুঞ্জনও। বান্দ্রার এই অ্যাপার্টমেন্ট নাকি একটা সময় কিনেছিলেন এক বিদেশি। তেমনটাই গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখন গুঞ্জন, আদাহ্ নাকি কিনেছেন ওটি। তবে তিনি কবে থেকে পাকাপাকিভাবে কবে থাকবেন বা আদৌ থাকবেন কি না, সেটা নিয়ে আদাহ্ মুখ খোলেননি। 

শোনা গিয়েছিল, বাড়ির মালিক নাকি কোনও অভিনেতা-অভিনেত্রীকে এই বাড়ি দিতে চান না। তবে ২০২০ সাল থেকে খালি পড়েছিল ওই বাড়ি। এবার আদাহ্ আদৌ ওই বাড়িতে থাকে কি না সেটাই দেখার। 

আরও পড়ুন: Rukmini-Dev: যাঁর হাত ধরে বিনোদিনী বা দ্রৌপদী হয়ে ওঠা, সেই রামকমলকে জাতীয় পুরস্কারের শুভেচ্ছা রুক্মিণীর

Continues below advertisement
Sponsored Links by Taboola