কলকাতা: বাংলা চলচ্চিত্রের প্রেমে পড়েছেন কিন্তু সুচিত্রা সেনের (Suchitra Sen) প্রেমে পড়েননি এমন দর্শক বোধ হয় একজনও নেই। এমন এক অভিনেত্রী যাঁর রূপ, গুণ, অভিনয়, শিল্প সবকিছুই ভীষণ জীবন্ত। যাঁকে দেখলেই মনে এক আজব শান্তি নেমে আসে। আর বাঙালির এমন প্রিয় নায়িকার জন্মদিনে () তাঁর প্রতি কোনও শ্রদ্ধার্ঘ্য অর্পণ হবে না তা কি সম্ভব? সেই উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'!
সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে 'স্মরণে সুচিত্রা', Klikk-এর বিশেষ উদ্যোগ
বাঙালি নিঃসন্দেহে তর্কপ্রিয়। মোহনবাগান না ইস্টবেঙ্গল, সৌমিত্র চট্টোপাধ্যায় না উত্তম কুমার বা ধরুন, হেমন্ত মুখোপাধ্যায় বা মান্না দে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করলেও সকলে একটি বিষয়ে একমত। বাঙালির জীবনের প্রিয় নায়িকা সুচিত্রা সেন। ১৯৫২ সালের 'শেষ কোথায়' ছবির হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন তিনি আর শেষ ছবি 'প্রণয় পাশা'। এই ছাব্বিশ, সাতাশ বছরের মধ্যে আপামর বাঙালি মহিলাদের মধ্যে ফ্যাশন ও পোষাক সংক্রান্ত শুধু নয়, চোখের অভিব্যক্তি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করা বা প্রেমিকের প্রতি অভিমান, সব কিছুতেই যুগান্তকারী পরিবর্তন যাঁর হাত ধরে এসেছে, তিনি আর কেউ নন, 'মিসেস সেন'। তিনি একজন নায়িকা ছাড়াও, সমানভাবে জনপ্রিয় 'স্টাইল আইকন' হিসেবে, আজও। তাঁর এই প্রভাব সত্যি অতুলনীয়।
বাঙালির চিরদিনের মহানায়িকার জন্মদিন উপলক্ষ্যে 'ক্লিক' ওটিটি নিয়ে এসেছে একগুচ্ছ ছবি, নতুনভাবে। ৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন এই প্ল্যাটফর্মে দেখা যাবে নায়িকা অভিনীত একটি করে সুপারহিট ছবি। 'ইন্দ্রাণী', 'একটি রাত', 'অগ্নিপরীক্ষা', 'দীপ জ্বেলে যাই', 'ওরা থাকে ওধারে', 'পথে হল দেরী', 'সবার উপরে', 'সাগরিকা', 'হার মানা হার', 'বিপাশা', 'শিল্পী', 'সাড়ে চুয়াত্তর', 'জীবনতৃষা', 'নবরাগ', 'সদানন্দের মেলা', 'ঢুলি', এই ১৬টি ছবিতে নানা ভূমিকায় দেখা যাবে সুচিত্রা সেনকে।
আরও পড়ুন: 'Ram Krishnaa': অফিসে রামের সাফল্য কি তার বাবা নারায়ণকে অপমানের হাত থেকে বাঁচাবে?
এই উদ্যোগ বিষয়ে, যাঁর দীর্ঘ চার দশকের ওপরের অভিজ্ঞতা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, 'ক্লিক' ওটিটির কর্ণধার অভয় তাঁতিয়া, বলেন, 'আমাদের ক্লিক পরিবার সবসময়ই চায় নতুন আর পুরনোর মেলবন্ধন। অতীতকে অস্বীকার করে তো সামনে এগনো যায় না। আর সেই জন্যেই নতুন নতুন ওয়েব সিরিজের সঙ্গে আমরা নিয়ে আসি জনপ্রিয় এভারগ্রিন পুরনো বাংলা সিনেমা। আমাদের এবারের নিবেদন সুচিত্রা সেনকে নিয়ে। আশা করি দর্শকের এই অসাধারণ সিনেমাগুলো পুনরায় দেখতে খুব ভাল লাগবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।