কলকাতা: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'র (Ram Krishnaa) গল্প এবার কোন দিকে ঘুরবে? রামের (Ram) সাফল্য কীভাবে নারায়ণের (Narayan) নিয়তি বদলে দিল সেই গল্প জানা যাবে এবার। (Daily Serial Update)


কোথায় দাঁড়িয়ে 'রাম কৃষ্ণা' ধারাবাহিকের গল্প?


সমস্ত ঐতিহ্য ও রীতি রেওয়াজ প্রবলভাবে মেনে চলতেই বিশ্বাসী নারায়ণ। তাঁর দীর্ঘদিনের ইচ্ছা যে সে হরগৌরী মন্দির স্থাপন করবে। যদিও প্রয়োজন মতো টাকাপয়সা জোগাড় করে উঠতে পারছিল না সে। ফলে ইচ্ছাপূরণেও দেরি হতে থাকে। এমন সময় নারায়ণের প্রতিবেশী, তুলতুলির বাবা, উপেন এগিয়ে আসে তাকে সাহায্য করতে। নারায়ণকে উপেন প্রয়োজনীয় ৮ লক্ষ টাকা ধার দিতে রাজি হয়।


অন্যদিকে, রামকে অত্যন্ত ভালবাসে তুলতুলি এবং তাকে বিয়েও করতে চায়। যদিও তার সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায় যখন রাম কৃষ্ণাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনা উপেনকে একটি পুরানো ঋণ শোধ করার বিষয়ে প্ররোচিত করার সুযোগ করে দেয়। নারায়ণ এই ইচ্ছা পূরণ করতে অপারগ হবে বুঝতে পেরে উপেন তার মেয়ে তুলতুলির বিয়ে দিতে চায় নারায়ণের বড় ছেলে শিবার সঙ্গে। উপেনের মূল উদ্দেশ্য নারায়ণের সম্পত্তি বা মন্দিরের একাংশকে তাঁর ধার দেওয়া টাকার শোধ হিসেবে নেওয়া।


যদিও নিয়তি চলে তার নিজের মতো। একদিকে যখন নারায়ণের পরিবার রাম ও কৃষ্ণার সামাজিক মিলনের বিশাল তোড়জোড়ের আয়োজনে ব্যস্ত তখন অন্যদিকে, উপেন সকলের সামনে বারবার নারায়ণকে অপমান করা শুরু করে, কারণ তার ধারণা হয় এই সমস্ত খরচ মিটছে ধার নেওয়া টাকা থেকে।


ইতিমধ্যেই ভাগ্য সহায় হয়। রাম তার অফিসে সেরা পারফর্মারের স্বীকৃতি পায় এবং তার দারুণ কাজে খুশি হয় এক ক্লায়েন্ট ১০ লক্ষ টাকার বিশেষ পুরস্কার দেয়। রামের হয়ে কৃষ্ণা এই বোনাস গ্রহণ করে এবং তড়িঘড়ি বাড়ি আসে যাতে নারায়ণ ও উপেনের মধ্যে তৈরি হতে থাকা এই জটিল পরিস্থিতির সমাধান করা যায় দ্রুত। বড়দের মধ্যে চলতে থাকা এই ঝামেলা থামাতে কৃষ্ণা দ্রুত ওই চেকটা উপেনের হাতে তুলে দেয় এবং ঘোষণা করে যে সমস্ত ধার এবার শোধ হয়ে গেল। রামের একাগ্রতা ও কাজের প্রতি নিষ্ঠা আরও একবার পরিবারের কঠিন সময়ে কাজ লাগল।


আরও পড়ুন: Rupanjana-Ratool Marriage: সিঁদুরে লাল পোশাকে বিয়ে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধলেন রূপাঞ্জনা-রাতুল


এই ঘটনা কি উপেনকে তার ব্যবহার ঠিক করতে উচিত শিক্ষা দেবে? নাকি এর ফলে নারায়ণ ও তার পরিবার আবার নতুন কোনও সমস্যার সম্মুখীন হবে? এরপর কী হয়, বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখতে হবে, প্রত্যেকদিন, সন্ধ্যা সাড়ে ৭টায় কালার্স বাংলার 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।