কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পোস্টের শুরুতে একটা ছোট্ট সহজ প্রশ্ন। 'শিক্ষা দেন যিনি - তিনিই তো শিক্ষক?' আর সেই সমস্ত শিক্ষকদের উদ্দেশেই তো পালিত হয় আজকের দিনটি। তাই নিজের নতুন 'শিক্ষক'-কে এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়।
আজ, ৫ সেপ্টেম্বর, সারা দেশজুড়ে পালিত হয় শিক্ষক দিবস। শিক্ষকদের উদ্দেশে নানা উপহার, নানা পোস্ট, শুভেচ্ছাবার্তার ছড়াছড়ি। এদিন সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করলেন সুদীপা চট্টোপাধ্যায়। ক্যাপশনে স্পষ্ট একরত্তিকেই তিনি 'শিক্ষক' হিসেবে মানেন।
পুঁচকে আদিদেবের সঙ্গে বিভিন্ন মুডে চারটি ছবি পোস্ট করেছেন সুদীপা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'শিক্ষা দেন যিনি- তিনিই তো ‘শিক্ষক’? তাই, যাঁদের কাছ থেকে ‘শিক্ষা’ পেয়েছি- তাঁদের আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমার নতুন এক শিক্ষকের সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি- আদিদেভ চট্টোপাধ্যায়। যিনি আমাকে ‘মা’ হওয়া যে মুখের কথা নয়,তা পদে পদে,প্রতিদিন শেখাচ্ছেন। মা হওয়ার শিক্ষা তো একমাত্র সেইই আমাকে দিতে পারে। আর কেউ নয়। তাই না?' তিনি পোস্টে আরও জানান, এর মধ্যে একদিন নাকি শ্যুটিং ফ্লোরে হাজির হন আদিদেব। এসেই একরত্তির দাবি ছিল মা-কে বাড়ি যেতে হবে তখনই। সুদীপা চট্টোপাধ্যায়ের কথায় 'এমন কঠিন পরীক্ষা' তাঁকে আগে কেউ দিতে বলেনি। এই পরীক্ষায় 'চিটিং' করাও অসম্ভব। ছেলের কথা না শোনায় রাগ করেছে আদিদেব, আর তখনই এই পোস্টের ছবিগুলি তোলা।
যতই যাই হোক, সন্তান ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা যে বেশ কঠিন তা তাঁর পোস্টে পরিষ্কার। তবে মাতৃত্বের এই 'পরীক্ষা'য় তিনি যে পুরো নম্বর পেয়েই উত্তীর্ণ হয়ে চলেছেন তাও বলাই বাহুল্য।