এরশাদ আলম, কলকাতা: 'আমাদের দলে থাকলে কেস হবে, সিআইডি ডাকবে, যেমন মুকুল রায়কে ডেকেছিল।' রবিবার শুভেন্দু অধিকারীকে সিআইডি-র তলব প্রসঙ্গে এমনই কটাক্ষ করলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। প্রতিদিনের মতো এদিনও ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান তিনি। একই রকমভাবে আক্রমণ শানান রাজ্যসরকারের বিরুদ্ধে। মুকুল প্রসঙ্গে টেনে এদিন দিলীপের দাবি, মুকুল রায় তৃণমূলের সঙ্গে হাত মেলানোর পর তাঁকে আর  সিআইডি ডাকেনি। 


উল্লেখ্য, প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু রহস্যের তদন্তে গতকালই তলব পেয়েছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সোমবার বিরোধী দলনেতাকে ভবানীভবনে তলব করা হয়েছে। এ বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।


প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী রহস্যজনক মৃত্যুর মামলায়, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে তলব করল সিআইডি। সূত্রের খবর, সোমবার ভবানীভবনে তলব করে শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠিয়েছে সিআইডি। সূত্রের দাবি, সিআইডির আধিকারিকরা জানতে চাইছেন, শুভব্রতর মৃত্যু সম্পর্কে শুভেন্দু অধিকারীর কী বক্তব্য? তিনি কখন, কীভাবে শুভব্রতর গুলিবিদ্ধ হওয়ার কথা জানতে পারেন?  এরপর কী ব্যবস্থা নিয়েছিলেন? শুভব্রতর স্ত্রী-র অভিযোগ সম্পর্কে তাঁর কী মত? এ বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।


২০১৮ সালের ১৩ অক্টোবর, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ থেকে মাত্র ১৫ ফুট দূরে নিরাপত্তারক্ষীদের থাকার জায়গায় গুলিবিদ্ধ হন শুভেন্দু অধিকারীর তৎ‍কালীন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। ঘটনার ৩ বছর পরে, স্বামীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে, গত ৭ জুলাই, শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী কাঁথি থানায় FIR করেন।


অভিযোগপত্রে প্রশ্ন তোলা হয়, শুভেন্দু অধিকারীর দেহরক্ষী হওয়া সত্ত্বেও, অ্যাম্বুল্যান্স পেতে কেন দেরি হয়েছিল? কেন গুলিবিদ্ধ শুভব্রতকে কলকাতায় স্থানান্তর করতে বিলম্ব হল? অভিযোগপত্রে শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী দাবি করেন, শুভেন্দু শক্তিশালী। সবাই ওনার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান! তাই সেই সময় তিনিও কিছু বলে উঠতে পারেননি। 


১২ জুলাই এই মামলার তদন্তভার হাতে নেয় CID। ১৪ জুলাই কাঁথিতে, ঘটনার সময়কার নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীদের বয়ান রেকর্ড করেন CID-র তদন্তকারীরা। সেদিন নিরাপত্তারক্ষীদের ঘরে গিয়ে CID-র তদন্তকারীদের সঙ্গে কথা বলেন শুভেন্দুর ভাই ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী! 


এরপর দফায় দফায় কাঁথি থানার পুলিশ, কাঁথি হাসপাতালের চিকিৎসক ও শুভব্রতর সতীর্থদের বয়ান সংগ্রহ করে সিআইডি। মৃত পুলিশ কর্মী শুভব্রত চক্রবর্তীর মহিষাদলের বাড়িতে গিয়েও তথ্য সংগ্রহ করা হয়। এই প্রেক্ষাপটেই শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর মামলায় আগামী সোমবার শুভেন্দু অধিকারীকে তলব করেছে সিআইডি। সূত্রের খবর, ওইদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।