কলকাতা: করোনা আক্রান্ত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের স্বাস্থ্যের কথা জানিয়েছেন তিনি। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। পরিবারের এখনও কেউ সংক্রমিত নয়। তবে শরীরে বেশ উপসর্গ রয়েছে সুদীপার। 


আজ, কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুদীপা লেখেন, 'সবাইকে জানাচ্ছি, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতেই নিজেকে আলাদা করে নিয়েছি। আইসোলেশনে রয়েছি। আমি সমস্ত নিয়মকানুন মেনে চলছি ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করছি। আমি অনুরোধ করব সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।'


সুদীপা যে শো সঞ্চালনা করেন তার শ্যুটিং চলছিল। কিন্তু সুস্থ না হয়ে কাজে যোগ দেবেন না বলেই জানিয়েছেন তিনি। শারীরিকভাবে এখনও যথেষ্ট দুর্বল সঞ্চালিকা। বাড়িতেই বিশ্রাম ও চিকিৎসা চলছে তাঁর। 


আরও পড়ুন: করোনা নেগেটিভ মা ও দিদি, সোশ্যাল মিডিয়ায় জানালেন ঋতাভরী


অন্যদিকে, আজ করোনা আক্রান্ত হয়েছেন প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। তিনি জানিয়েছেন, বইমেলার উদ্বোধনের জন্য গত ২ জানুয়ারি মালদা গিয়েছিলেন। সেই বইমেলা স্থগিত হয়ে যায়। বাড়ি ফিরে আসার পর সর্দি, কাশি, দুর্বলতা দেখা দেয়।  গতকাল নমুনা পরীক্ষা করান। আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। আপাতত বাড়িতেই আইসোলেশনে (Isolation) রয়েছেন প্রবীণ সাহিত্যিক। উপসর্গ বলতে তাঁর ক্লান্তি, দুর্বলতার সঙ্গে রয়েছে স্বাদহীনতা। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন লেখক।


শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, 'সম্প্রতি মালদা বইমেলা উদ্বোধন করে ফিরেছেন শীর্ষেন্দু।  যদিও করোনার কারণে এখন স্থগিত হয়ে গিয়েছে সেই বইমেলা। সেখান থেকে বাড়ি ফিরে এসে উপসর্গ দেখা দেয় লেখকের। সর্দি, কাশি, দুর্বলতার মত উপসর্গ ছিল তাঁর। সন্দেহ হওয়ায় পরীক্ষা করিয়েছিলেন শীর্ষেন্দু। আর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন প্রবীণ সাহিত্যিক। 


অন্যদিকে, গানের জগতেও করোনার হানা। কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Legendary singer Lata Mangeshkar) করোনা আক্রান্ত। অসুস্থ অবস্থায় তাঁকে আইসিইউ-তে (ICU) ভর্তি করানো হয়েছে। উপসর্গ সামান্য রয়েছে। সংবাদ সংস্থা এএনআই (ANI) এই খবর জানিয়েছেন তাঁর বোনঝি রচনা।


">