কলকাতা: করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। নিজের বাড়িতেই আলাদা ঘরে রয়েছেন সঞ্চালিকা। তাঁর পরিবারের এখনও কেউ আক্রান্ত নয়। একরত্তি আদিদেব রয়েছে মাকে ছাড়া। সোশ্য়াল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে আবেগে ভাসলেন সুদীপা।


আজ সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি শেয়ার করেন সুদীপা। সেখানে একেবারে মেকআপহীন ঘরোয়া সাজে দেখা যায় সঞ্চালিকাকে। তাঁকে জড়িয়ে ধরে রয়েছে একরত্তি আদিদেব (Adidev)। ক্যামেরার দিকে বিস্ফারিত অথচ মিষ্টি দৃষ্টিতে তাকিয়ে সে ও। পোস্ট শেয়ার করি সুদীপা লিখেছেন, 'রাক্ষস আর রাক্ষসী। কবে আবার এরকম করে তোকে কোলে নিতে পারব?' সুদীপার কমেন্টবক্সে অনেকেই তাঁর সুস্থ হওয়ার প্রার্থনা করেছেন। অনেকে আবার মজেছেন মা ছেলের এই মিষ্টি রসায়নে।


গতকাল অর্থাৎ মঙ্গলবার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুদীপা লেখেন, 'সবাইকে জানাচ্ছি, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতেই নিজেকে আলাদা করে নিয়েছি। আইসোলেশনে রয়েছি। আমি সমস্ত নিয়মকানুন মেনে চলছি ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করছি। আমি অনুরোধ করব সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।'


আরও দেখুন: করোনা কাটিয়ে 'দাদাগিরি' শুরু, শ্যুটিংয়ে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়


সুদীপা যে শো সঞ্চালনা করেন তার শ্যুটিং চলছিল। কিন্তু সুস্থ না হয়ে কাজে যোগ দেবেন না বলেই জানিয়েছেন তিনি। শারীরিকভাবে এখনও যথেষ্ট দুর্বল সঞ্চালিকা। বাড়িতেই বিশ্রাম ও চিকিৎসা চলছে তাঁর। 


অন্যদিকে, গতকালই করোনা আক্রান্ত হয়েছেন প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। তিনি জানিয়েছেন, বইমেলার উদ্বোধনের জন্য গত ২ জানুয়ারি মালদা গিয়েছিলেন। সেই বইমেলা স্থগিত হয়ে যায়। বাড়ি ফিরে আসার পর সর্দি, কাশি, দুর্বলতা দেখা দেয়।  গতকাল নমুনা পরীক্ষা করান। আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। আপাতত বাড়িতেই আইসোলেশনে (Isolation) রয়েছেন প্রবীণ সাহিত্যিক। উপসর্গ বলতে তাঁর ক্লান্তি, দুর্বলতার সঙ্গে রয়েছে স্বাদহীনতা। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন লেখক।


শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, 'সম্প্রতি মালদা বইমেলা উদ্বোধন করে ফিরেছেন শীর্ষেন্দু।  যদিও করোনার কারণে এখন স্থগিত হয়ে গিয়েছে সেই বইমেলা। সেখান থেকে বাড়ি ফিরে এসে উপসর্গ দেখা দেয় লেখকের। সর্দি, কাশি, দুর্বলতার মত উপসর্গ ছিল তাঁর। সন্দেহ হওয়ায় পরীক্ষা করিয়েছিলেন শীর্ষেন্দু। আর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন প্রবীণ সাহিত্যিক।