কলকাতা: অসুস্থতা কাটিয়ে 'দাদাগিরি'র (Dadagiri) সেটে চেনা ছন্দে 'দাদা'। করোনা আক্রান্ত হয়েছিলেন ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফলে বন্ধ ছিল জি বাংলার জনপ্রিয় গেম শো 'দাদাগিরি'-র শ্যুটিং। তবে করোনাকে জয় করে ফের শ্যুটিং ফ্লোরে ক্যামেরাবন্দি হলেন মহারাজ।
মঙ্গলবারই এবিপি লাইভকে (ABP Live) সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিমের তরফে জানানো হয় যে বুধবার থেকে শ্যুটিংয়ে ফিরবেন সৌরভ। সেই কথা মতোই, বুধবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দাদাগিরি'-র সেট থেকে সেলফি তুলে পোস্ট করলেন সৌরভ। ক্যাপশনে লিখলেন, 'ব্যাক টু ওয়ার্ক... দাদাগিরি'।
তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েছিল গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ভক্তকুল। শুরু হয়েছিল তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা। অবশেষে তাঁর সমর্থকদের জন্য সুখবর আসে গতরাতে। সৌরভ গঙ্গোপাধ্যায় করোনামুক্ত। ভারতীয় ক্রিকেট দলের (Team India) কিংবদন্তি অধিনায়ক ফের প্রবেশ করছেন কর্মব্যস্ত জীবনে। বুধবার থেকেই শুরু হল 'দাদাগিরি'-র শ্যুটিং। এই খবর স্বস্তি দেয় তাঁর তামাম ভক্তদের।
আরও পড়ুন: Ravi Shastri: ‘ওই ম্যাচে হারই আমার কাছে সবচেয়ে হতাশাজনক,’ কোন খেলার কথা বলছেন রবি শাস্ত্রী?
বর্ষশেষে করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়। যেহেতু সৌরভের কিছু কো-মর্বিডিটি রয়েছে, তাই চিকিৎসকেরা কোনও ঝুঁকি নিতে চাননি। করোনা চিকিৎসার পাশাপাশি কোভিডের ধাক্কায় তাঁর হৃদযন্ত্রের কোনও ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে দেবী শেঠির মতো নামী বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া হয়। দিনকয়েক পরে হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ। বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ফিরে তিনি নিভৃতবাসে ছিলেন। নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগও রাখছিলেন।