Sudipta on Binodini: নাচ, গানের সুযোগ.. এত বড় ক্যানভাসে বিনোদিনীর মতো চরিত্রকে ফুটিয়ে তোলার সুযোগ আমার কাছে বড় পাওয়া: সুদীপ্তা

Sudipta Chakraborty Exclusive: এই থিয়েটারের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, সুজন মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, তথাগত চৌধুরী ও অন্যান্যরা

Continues below advertisement

কলকাতা: তিনি মঞ্চে সফলভাবে ফুটিয়ে তুলেছেন বিনোদিনীকে। দর্শকদের ভালবাসা পেয়েছেন, তুলে ধরেছেন এক সময়কালকে। আগামীকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর জি ডি বিড়লা সভাগৃহে মঞ্চস্থ হবে নটি বিনোদিনীর জীবন আধারিত আরও একটি নাটক। মুখ্যভূমিকায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। আর তার আগে, এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সুদীপ্তা ভাগ করে নিলেন বিনোদিনীকে মঞ্চে তুলে ধরার অভিজ্ঞতা। 

Continues below advertisement

দর্শকদের কাছ থেকে ইতিমধ্যেই এই চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। সুদীপ্তা বলছেন, 'বিনোদিনীর চরিত্রে অভিনয় করে এত প্রশংসা পেয়েছি যে তার মধ্যে থেকে সেরাটা বেছে নেওয়া খুব মুশকিল। বড়রা আশীর্বাদ করেছেন, সমবয়সীরা বুকে জড়িয়ে ধরেছেন। আমার সবকর্মী অনেক অভিনেতা অভিনেত্রীরা একবার দেখে আবার পরের শো-এর টিকিট চেয়েছেন। কেউ একবার দেখে তাঁর ছেলেকে নিয়ে এসেছেন, কেউ মা-কে নিয়ে এসেছেন। আমাদের ১১টা শো হয়েছে, তার মধ্যে অনেকে ১০টা শো-ও দেখেছেন। আমায় সবচেয়ে ছুঁয়ে যায় যখন অচেনা মানুষেরা এসে দেখা করেন। বয়সে বড়রা পা ছুঁতে চেয়েছেন, জড়িয়ে ধরে কেঁদেছেন। আমার মনে আছে, গিরিশ মঞ্চে আমাদের শো-তে দর্শকদের প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছিল। তখন দেখেছি বয়সে বড় অনেক মানুষেরাও আমার প্রশংসা করছেন। এগুলো দেখলে সত্যিই ভাল লাগে।'

কেমনভাবে এই চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছিলেন সুদীপ্তা? অভিনেত্রী বলছেন, 'অবন্তী যখন আমায় এই চরিত্রটার কথা বলেন, আমি বিনোদিনীর বায়োগ্রাফিটা পড়েছিলাম। ইন্টারনেটে এই চরিত্রটা নিয়ে তেমন কিছু পাওয়া যায় না। অবন্তী চক্রবর্তী ও শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক কথা বলেছি। বিনোদিনী নিয়ে এর আগে অনেক কাজ হয়েছে। সেগুলো যতটা সম্ভব দেখার চেষ্টা করেছি। বিনোদিনী নিয়ে অনেকের কাছে অনেক তথ্য রয়েছি, সেগুলো জানার চেষ্টা করেছি। এই চরিত্রটা আমার কাছে ভীষণ আকর্ষণীয় কারণ কেবল অভিনয় নয়, বিনোদিনীর চরিত্রটা মঞ্চস্থ করতে গিয়ে আমি নাচ করি, গান করি। বিনোদিনী যে নাটকগুলিতে অভিনয় করেছেন সেই অংশগুলোও মঞ্চে তুলে ধরি। আমার কাছে একটা একটা দুর্দান্ত অনুভূতি। এত বড় ক্যানভাসে, এমন একটা ঐতিহাসিক চরিত্রকে তুলে ধরার সুযোগ এর আগে পাইনি।'

বিনোদিনীর চরিত্রকে মঞ্চস্থ করার আগে সুদীপ্তার প্রত্যাশা ছিল, মানুষ যেন দেখেন। তবে সেই প্রত্যাশা ছাপিয়ে দিয়েছেন মানুষই। অভিনেত্রী বলছেন, 'মানুষের এত সাড়া পাব আমি নিজেই কখনও আশা করিনি। বিনোদিনী অপেরার ঘোষণা হলেই টিকিট বিক্রি হয়ে যাবে, শো হাউজফুল হয়ে যাবে এটা আমি প্রত্যাশা করিনি। জি ডি বিড়লা সভাঘরের দর্শক একটু আলাদা। আশা করি আগামী শো-টাও দর্শকেরা ভালবাসবেন। বিনোদিনী অপেরা এমন অনেক মানুষকে প্রেক্ষাগৃহে আনতে পেরেছে যারা হয়তো প্রথম থিয়েটার দেখল বা ২০ বছর পরে মঞ্চের সামনে বসল। আশা করি আগামী দিনেও বিনোদিনী অপেরা এই কাজ করতে পারবে।'

এই থিয়েটারের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, সুজন মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, তথাগত চৌধুরী, ইন্দুদীপা সিনহা, বিশ্বজিত দাস, প্রকাশ ভট্টাচার্য, সর্বাণী ভট্টাচার্য, ও অন্যান্যরা। নাটকটির নির্দেশনায় রয়েছেন অবন্তী চক্রবর্তী। নাটকের আয়োজন করছেন লেডি মঙ্ক ও প্রযোজনা করেছেন আঙ্গিক।

আরও পড়ুন: Debasree Roy: রসায়ন পড়াতে ওয়েব সিরিজে পা রাখছেন দেবশ্রী, সৌরভের কাঁধে জোড়া দায়িত্ব 

Continues below advertisement
Sponsored Links by Taboola