নয়াদিল্লি: এ বছর বলিউড তারকা শাহরুখ খানের কন্যা সুহানাকে নিয়ে অনুরাগী মহলে জোর জল্পনা হয়েছে। বছর শেষের আগেও ফের অনুরাগীদের নজর কাড়ল সুহানা। এক আত্মীয়র বিয়েতে তাঁর সাজ নিয়ে চর্চা জোরদার হয়েছে। দারুণ আকর্ষণীয় সাজে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিল শাহরুখ-গৌরি তনয়া। সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যেমে প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, ওই বিয়ের অনুষ্ঠান ছিল দিল্লিতে। সুহানাকে দেখে বোঝার উপায় ছিল না যে, তার বয়স মাত্র ১৭। সোনালি লেহেঙ্কায় মোহময়ী লাগছিল সুহানাকে।
দেখুন সেই ছবি-