ট্রেন্ডিং

বউমাদের কথা মাথায় রেখে সোদপুরে নামী বস্ত্র বিপণিতি হয়ে গেল বৌমাষষ্ঠী

কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ!

ক্যানসারের ওষুধও জাল? বর্ধমানে জালে পান্ডা

জলের তোড়ে তলিয়ে গেল গাড়ি, প্রবল বৃষ্টিতে হিমাচলে বন্যা পরিস্থিতি, আরও 'খারাপ' হবে পরিস্থিতি?

পাক প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে হামলা! জনতার হাতে আক্রান্ত আসিফা ভুট্টো জারদারি
ইউনূসের পদত্যাগ-জল্পনার মাঝেই কী বার্তা বাংলাদেশের উপদেষ্টা পরিষদের ?
রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা থাকলেই মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হয় না, প্যালেস্তাইন রাষ্ট্রদূত বিতর্কে বলল পাকিস্তান
Continues below advertisement

ইসলামাবাদ: হাফিজ সইদের সঙ্গে এক মঞ্চ ব্যবহার বিতর্কে প্যালেস্তাইনের রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলিকে সমর্থন করল পাকিস্তান। আলির সঙ্গে হাফিজের ছবি প্রকাশ্যে আসার পর ভারতের তীব্র আপত্তিতে রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়েছে প্যালেস্তাইন সরকার। কিন্তু পাকিস্তান জানিয়ে দিয়েছে, আলির আচরণ সর্বতোভাবে সমর্থন করছে তারা।
তারা বলেছে, যেভাবে রাষ্ট্রদূত এ ধরনের মিছিলে সশরীরে হাজির থেকে নিজের সমর্থন স্পষ্ট করেছেন, তা সম্মান করছে তারা।
একই সঙ্গে মিছিলে ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি হাফিজ লইদের উপস্থিতি হালকা করে দেখাতে চেয়ে পাক বিদেশ মন্ত্রকের মন্তব্য, ওই সমাবেশে ৫০-এর বেশি বক্তা ছিলেন। তা ছাড়া রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা থাকলেই কারও মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা যায় না।
২৬/১১-র মাস্টারমাইন্ড ও জামাত উদ দাওয়া পান্ডা হাফিজ সইদের সঙ্গে রাওয়ালপিন্ডিতে প্যালেস্তাইন রাষ্ট্রদূতের এক মঞ্চ ব্যবহার করা নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া হয়। এর মাত্র কদিন আগে রাষ্ট্রসঙ্গে ইজরায়েল ও আমেরিকার বিপক্ষে গিয়ে প্যালেস্তাইনের হয়ে ভোট দেয় ভারত। এরপরেও প্যালেস্তাইন রাষ্ট্রদূতকে ভারতের ঘোষিত শত্রু হাফিজ সইদের সঙ্গে এক মঞ্চে দেখা যাওয়ায় ক্ষুব্ধ দিল্লি প্যালেস্তাইনকে ডিমার্শে পাঠায়। ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করে তড়িঘড়ি ওই রাষ্ট্রদূতকে পাকিস্তান ছেড়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে প্যালেস্তাইন সরকার। তাদের বক্তব্য, এই ভুল অনিচ্ছাকৃত তবে কোনওমতেই সমর্থনযোগ্য নয়।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে