মুম্বই: সম্প্রতি ভোগ ম্যাগাজিনের কভারগার্ল হয়ে ওয়েব দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন শাহরুখ- কন্যা সুহানা। যদিও ইদানিংকালে তাঁর বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যায়। কিশোর এবং তরুণদের মধ্যে তিনি মারাত্মক জনপ্রিয়ও। লন্ডনে ছুটি কাটানো থেকে মুম্বইয়ে বন্ধুদের সঙ্গে বিভিন্ন পার্টি, সুহানা ছবি দিলেই ভাইরাল।

 

তবে অষ্টাদশীকে ভোগ ম্যাগাজিনের কভারপেজে দেখে বহু নেটিজেনই মারাত্মক চোটেছেন। তাঁদের বক্তব্য, কী এমন করেছেন সুহানা, যারজন্যে তাঁকে এতটা সম্ভ্রান্ত ম্যাগাজিনের কভারপেজে দেখা যাবে। জাহ্নবীতো তবু একটি ছবি করেছেন। তাঁর যোগত্যা কী? তিনি সুপারস্টার শাহরুখ খানের মেয়ে?

দেখুন নেটিজেনদের বেশ কিছু প্রতিক্রিয়া



























তবে এই প্রেক্ষিতে সুহানা প্রথমবার ভোগ ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাতকারে মুখ খুললেন। তাঁর কথায় এভাবে ট্রোলের শিকার হওয়া খুবই বিরক্তিকর।