ইনস্টাগ্রামে সুহানার ফলোয়ার সংখ্যা ১৫ লক্ষেরও বেশি। তাঁর ছবি লক্ষ লক্ষ ইউজার লাইক ও শেয়ার করে থাকেন।
সুহানা বর্তমানে আমেরিকায় থেকে পড়াশোনা করছেন। করোনাভাইরাস জনিত পরিস্থিতির কারণে দেশে ফিরে এসেছিলেন তিনি। লকডাউনের পর্বে বাড়িতেই ছিলেন তিনি। পরিবারের সঙ্গেই সময় কেটেছে তাঁর। এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কয়েকদিন আগেই পড়াশোনার জন্য আমেরিকায় রওনা দেন তিনি। এখন আমেরিকায় তিনি পৌঁছে গিয়েছেন এবং পড়াশোনায় মনোনিবেশ করছেন।
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে যে, পড়াশোনা শেষ করেই তিনি বলিউড কেরিয়ার শুরু করবেন।
তারকা-সন্তান সুহানা। এজন্য প্রায়ই খবরে উঠে আসেন তিনি। এজন্যই সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা প্রচুর।এখন পা রাখেননি বলিউডে, কিন্তু এর মধ্যে রীতিমতো তারকা শাহরুখ কন্যা সুহানা খান। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ছবি ভাইরাল হতে বেশি সময় লাগে না।
শাহরুখ খান তাঁর মেয়ের কেরিয়ার সম্পর্কে এক প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন যে, স্নাতক স্তরে পড়াশোনা শেষ করার পরই, সুহানা সিনেমা-জগত্ নিয়ে ভাববে। সুহানার বেশ কয়েকটি ছবি এর আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর মা গৌরি খানও।