মুম্বই: সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় শাহরুখ খানের মেয়ে সুহানা। মুম্বইয়ের তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু হলেন সঞ্জয় কপূরের সানায়া ও চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। আর এবার বিদেশে পড়তে গিয়েছেন সুহানা, নতুন স্কুলেও তাঁর অনেক বন্ধু হয়েছে।

তেমনই এক বন্ধুর চুলে স্পা করে দিতে দেখা গেল সুহানাকে। ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে ভিডিওটি।

[embed]https://www.instagram.com/p/BiMv5RAnwbw/?utm_source=ig_embed[/embed]

শাহরুখ জানিয়েছেন, সুহানা তাঁর ইচ্ছেমত কেরিয়ার তৈরি করতে পারেন। কিন্তু তাঁর মেয়েকে অনুসরণ না করার জন্য পাপারাজ্জিদের অনুরোধ করেছেন তিনি।