কলকাতা: আজ ছোট্ট আব্রামের (Abram Khan) জন্মদিন। তবে দিনটা যেন জোড়া উৎসবের। আব্রামের জন্মদিনের রাতেই জয়ের শিরোপা এল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মাথায়। চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম যখন ফেটে পড়ছে জয়ের উচ্ছ্বাসে, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের জন্মদিনে একটি মিষ্টি পোস্ট করলেন সুহানা খান (Suhana Khan)। শাহরুখ খানের (Shah Rukh Khan)-পুত্রকে কী লিখলেন দিদি সুহানা? 


২৬ মে ছিল আইপিএল (IPL 2024)-এর ফাইনাল। সানরাইজার্স হায়দরাবাদকে কার্যত গুঁড়িয়ে দিয়ে কেকেআরের জয় উদযাপন করতে তখন ব্যস্ত চিপক। গ্যালারিতে অন্যান্য তারকাদের সঙ্গে সপরিবারে হাজির ছিলেন শাহরুখ খান। শরীর অসুস্থ থাকলেও, দলকে সমর্থন করতে, মনোবল বাড়াতে এদিন গ্যালারিতে হাজির ছিলেন কিং খান। আর তাঁর মান রেখেছিল গোটা দল। হেলায় হায়দরাবাদকে হারিয়ে ট্রফি নিয়ে ঘরে নিয়ে এল শ্রেয়স আইয়ারের ব্রিগেড। এই দিন শাহরুখের কাছে বিশেষ তো বটেই। 


তবে কেবল এই একটি কারণে দিনটা বিশেষ নয় নাইট মালিকের কাছে। আজ, তাঁর ছোট ছেলে, একরত্তি আব্রামেরও জন্মদিন। ছোট্ট আব্রামও যখন মাঠে নেমেছিল কেকেআরের জয় উদযাপন করতে, তখন যেন ভুলেই গিয়েছিল, তার জন্যও আজকের দিনটা বিশেষ। আজ তার জন্মদিন। আর বিশেষ সেই দিনটাই যেন সোশ্যাল মিডিয়ায় মনে করিয়ে দিলেন দিদি সুহানা। কেকেআরের গ্যালারি থেকে তোলা আব্রামের একটি ছবি পোস্ট করেছেন সুহানা। লিখেছেন, 'বার্থডে বয় হওয়ার জন্য তো দুর্দান্ত দিন'।


প্রসঙ্গত, গতকাল ম্যাচ জয়ের পরে শাহরুখ চুম্বন করেন গৌরীর কপালে। জড়িয়ে ধরেন মেয়ে সুহানা, ছেলে আরিয়ান আর আব্রামকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মিষ্টি সেই মুহূর্ত। নাইটদের জয়ের পরে মাঠে নেমে আসেন শাহরুখ, জড়িয়ে ধরেন প্লেয়ারদের। পরে সাজঘরে গিয়ে কথাও বলেন প্লেয়ারদের সঙ্গে। এদিন গল্প তৈরি করে হর্ষিত রানা-র বিতর্কিত ফ্লাইং কিসও। আগের ম্যাচে ময়ঙ্ক আগরওয়ালকে আউট করে চুমু ছুঁড়ে দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন হর্ষিত রানা। কেকেআরের জয়ের পরে, গোটা টিম মিলে সেই ফ্লাইং কিস পোজ়েই ছবি তোলালেন শাহরুখ খান। 




আরও পড়ুন: Nancy Tyagi: এই সামান্য কারণের জন্য বাবা চাননি কানের রেড কার্পেটে আসুন ন্যান্সি!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।