নয়াদিল্লি: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, হঠাৎই মেলে সেই মর্মান্তিক খবর। মাত্র ১৯ বছর বয়সেই প্রয়াত 'দঙ্গল' খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনগর (Suhani Bhatnagar Demise)। পর্দায় তাঁকে আমির খানের (Aamir Khan) কন্যার চরিত্রে, অর্থাৎ ববিতা ফোগতের ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শক। তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া নামে বিনোদন দুনিয়ায়। কিন্তু তাঁর মৃত্যুর কারণ? মুখ খুললেন অভিনেত্রীর অভিভাবক। 


কোন কারণে মৃত্যু সুহানি ভাটনগরের?


এক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মেয়ের অকাল প্রয়াণের কারণ মিডিয়ার সঙ্গে ভাগ করেছেন সুহানির বাবা পুনীত ভাটনগর। তিনি জানান যে সুহানি 'ডারমাটোমায়োসাইটিস'-এ (dermatomyositis) আক্রান্ত ছিলেন। সেই কারণে গত ১০ দিন ধরে তিনি দিল্লির এইমসে ভর্তি ছিলেন। তিনি এও জানান যে রোগ নির্ণয়ের মাস দুয়ের আগে থেকে সুহানির হাত ফুলতে শুরু করে। 


অভিনেত্রীর বাবা জানান যে চিকিৎসার অংশ হিসেবে সুহানিতে স্টেরয়েড দেওয়া হয়, যা এই রোগের একমাত্র চিকিৎসার উপায়। কিন্তু সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতায় ব্যাপকভাবে প্রভাব ফেলে। যার ফলস্বরূপ ইনফেকশন হয় অভিনেত্রীর এবং তাঁর ফুসফুস দুর্বল হয়ে পড়ে। একইসঙ্গে সেখানে জলও জমতে শুরু করে। সবমিলিয়ে ধীরে ধীরে শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দিতে শুরু করে অভিনেত্রীর এবং শনিবার খবর মেলে, তিনি আর নেই। 


সুহানির বাবা বলেন, 'ভেন্টিলেটরে রাখার পরেও ওঁর অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম ছিল এবং তারপর গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ, এইমসের ডাক্তাররা বলেন, 'ও আর বেঁচে নেই'। অভিনেত্রীর মা জানান, সুহানি ভেবেছিলেন ইন্ডাস্ট্রিতে ফিরে আসবেন, তাঁর কথায়, 'কলেজে খুব ভাল ফল করছিল, শেষ সেমিস্টারে শীর্ষস্থান পায়। প্রত্যেকটা জিনিসে ও দারুণ ছিল এবং যাই করত তাতেই সকলকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করত। আমাদের মেয়ে আমাদের গর্বিত করেছে।' ১৭ ফেব্রুয়ারি, ফরিদাবাদে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 


আরও পড়ুন: 'All India Rank': পরিচালকের আসনে বরুণ গ্রোভার, 'অল ইন্ডিয়া র‍্যাঙ্ক' ছবির সঙ্গীত পরিচালনায় দুই বঙ্গতনয়, ময়ূখ ও মৈনাক


শুধু মা-বাবাকে নয়, সুহানি মন ছুঁয়েছেন দর্শকেরও। নীতেশ তিওয়ারির জনপ্রিয় 'দঙ্গল' ছবিতে তাঁর কাজ সকলের মনে আছে। ববিতা ফোগতের ছেলেবেলার চরিত্রে অভিনয় করেন তিনি। বক্স অফিসে এই ছবি ঐতিহাসিক ৩০০০ কোটি টাকার ব্যবসা করে। স্পোর্টস ড্রামা ঘরানার এই ছবিতে সুহানি কাজ করেছেন আমির খানের সঙ্গে। তাঁর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করেছেন স্বয়ং কুস্তিগীর ববিতা ফোগতও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।