নয়াদিল্লি: শনিবার ১৭ ফেব্রুয়ারি সকালেই চলে গেলেন আমির খানের 'দঙ্গল কন্যা' সুহানি ভাটনগর। আমির খানের 'দঙ্গল' ছবিতে ববিতা ফোগতের কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন সুহানি। শনিবার সকালে দিল্লিতে মাত্র ১৯ বছর বয়সেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।  


ফরিদাবাদের সেক্টর ১৭-তে থাকতেন সুহানি ভাটনগর। জানা গিয়েছে ফরিদাবাদের সেক্টর ১৫-তে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সংবাদসূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই পায়ে চোট পেয়েছিলেন সুহানি। তাঁকে যে ওষুধপত্র দেওয়া হয়েছিল সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেই শরীরে তরল জমতে শুরু করে সুহানির। আর তাতেই নাকি অকালমৃত্যু নেমে আসে। দিল্লির এইমস হাসপাতালেও ভর্তি ছিলেন সুহানি।


'দঙ্গল' ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি ভাটনগর। আমির খানের 'দঙ্গল' আসলে কুস্তিগীর মহাবীর সিং ফোগতের জীবন অবলম্বনে তৈরি। মহাবীর সিং একজন কুস্তিগীর ছিলেন যিনি তাঁর মেয়েদেরও কুস্তি শিখিয়েছিলেন। গীতা কুমারী ফোগত এবং ববিতা কুমারী ফোগত তাঁর দুই মেয়েও পরে সফল কুস্তিগির হয়ে ওঠেন। লিঙ্গবৈষম্যের বেড়াজাল ভেঙে সেই সময়ে দাঁড়িয়ে কুস্তির জগতে পা রেখেছিলেন গীতা ও ববিতা। আমির খানের ছবিতে কিশোরী ববিতার চরিত্রেই অভিনয় করেছিলেন সুহানি ভাটনগর। ববিতা ফোগতের সংগ্রাম, প্রস্তুতির কঠোর পরিশ্রমের ছবি ফুটিয়ে তুলেছিলেন সুহানি। ছবিতে বড় বয়সের ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন  সানিয়া মলহোত্রা। 


২০১৬ সালে এই ছবিতে অভিনয়ের পর চলচ্চিত্রের দুনিয়া থেকে কিছু সময় দূরে ছিলেন সুহানি, মন দিয়েছিলেন তাঁর পড়াশোনায়। পড়াশোনা শেষ করে ফের অভিনয়ের জীবনে ফিরতে চাইছিলেন সুহানি (Suhani Bhatnagar Death)। কিন্তু আর ফেরা হল না। সমাজমাধ্যমে বরাবর সক্রিয় ছিলেন সুহানি। কয়েকদিন আগেই নিজের একটি সেলফি পোস্ট করেছিলেন তিনি ইনস্টাগ্রামে, একটা 'সান-কিসড' ছবি।


'দঙ্গল' ছবিতে অভিনয় করার সুবাদে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবির সেট থেকে বহু ছবিই শেয়ার করেছিলেন সুহানি ভাটনগর। কখনও আমিরের সঙ্গে, কখনও জায়রার সঙ্গে, কখনও আবার পুরো ছবির টিমের সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। নীতেশ তিওয়ারির পরিচালিত এই 'দঙ্গল' ছবিটি ৭০ কোটি টাকায় তৈরি হয়েছিল, সারা দেশে সেই ছবি মোট ৫৩৮ কোটি টাকার ব্যবসা করেছে। বিশ্বের পরিসংখ্যানে দেখতে গেলে ১৯৬০ কোটি টাকার ব্যবসা করেছিল আমির খানের 'দঙ্গল'।