কলকাতা: প্রথমে ওয়েব সিরিজের লুক, তারপর টিজার, ট্রেলার, গান, প্রশংসা পেয়েছিল সবকিছুই। সিরিজ মুক্তির পর থেকেই ভালবাসা ও প্রশংসায় ভাসছেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সদ্য মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharya) পরিচালিত, কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে নতুন ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল (Indubala Bhater Hotel)। আর সেই সিরিজ মুক্তির পরে খোলা চিঠি লিখছেন আরেক অভিনেতা, সুহোত্র মুখোপাধ্যায় (Suhotro Mukherjee)।


ইন্দুবালার গল্প দেখে আবেগপ্রবণ সুহোত্র। লিখছেন, 'ইন্দুবালা ভাতের হোটেল অনেক কারণেই আমার সঙ্গে থেকে যাবে। তবে সবচেয়ে বড় কারণ, এই গল্প আর ইন্দুবালা চরিত্রটি আমার ঠাকুমার কথা মনে করায়। তাঁর মুখে শুনে শুনেই একটা অচেনা জায়গাকে চিনেছিলাম। তার কথাতেই, স্মৃতিতেই সেই জায়গার গন্ধ পেয়েছিলাম।' সত্যিই তাই, ইন্দুবালার গল্পে ফুটিয়ে তোলা হয়েছে দেশভাগের যন্ত্রণা, সংসার ছেড়ে চলে আসতে বাধ্য হওয়া, আর তারপর রান্নার হাত ধরে নিজেকে খুঁজে পাওয়ার গল্প। 


দেশ ভাগের সময় নিজের ভিটেমাটি ছেড়ে আসার যন্ত্রণা, সেখানে ফিরে না যেতে পারার আক্ষেপ, এ সব ছেলেবেলায় গল্পে শুনেছিলেন সুহোত্র। আর এই সিরিজ তাঁকে যেন ফিরিয়ে নিয়ে গেল ছোটবেলার সেই গল্পে। নিজে এই সিরিজের সঙ্গে যুক্ত থাকার জন্য পরিতৃপ্তির কথাও লিখেছেন সুহোত্র।                                                                                                                             


আরও পড়ুন: Satish Kaushik Demise: কঙ্গনার পরিচালনায় শেষ অভিনয়, ছবির মুক্তি আর দেখা হল না সতীশের


প্রসঙ্গত সদ্য মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ 'ডাকঘর' (Daakghor)। 'ইন্দুবালা ভাতের হোটেল' ও 'ডাকঘর', দুইই মুক্তি পেয়েছে হইচই (Hoichoi)-তে। 'ডাকঘর'-এর মুখ্যভূমিকায় রয়েছেন সুহোত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। এই সিরিজও প্রশংসা পেয়েছে।