কলকাতা: চলতি বছরেই পরিচালনায় নাম লিখিয়েছেন বিখ্যাত অভিনেতা ও বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় (Sujoy Prosad Chatterjee)। স্বল্প দৈর্ঘ্যের ছবিটির নাম 'হোম' (Home)। কবি অরুন্ধতী সুব্রহ্মণ্যমের (Arundhathi Subramaniam) লেখা কবিতা দ্বারা অনুপ্রাণিত হয়ে ছবিটি তৈরি করেন সুজয় প্রসাদ। সম্প্রতি এই শর্ট ফিল্মটি পিকল ফ্যাক্টরি বাছাই করেছেন তাঁদের হোম ফর ডান্স প্রজেক্টের অংশ হিসেবে। ছবিটি আগামী ১০ ডিসেম্বর ম্যাক্স মুলারে প্রদর্শিত হবে বলে আজ নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা - পরিচালক।
আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে সিনেমার শ্যুটিংয়ের একটি ছবি পোস্ট করে ম্যাক্স মুলারে প্রদর্শনের কথা জানান সুজয় প্রসাদ। তিনি একইসঙ্গে এও জানান যে আসন্ন আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিনে, ক্লোজিং সেরিমনিতে এই ছবিটিই শুরুতে দেখানো হবে। অর্থাৎ সেদিনের অনুষ্ঠান শুরু হবে এই ছবি প্রদর্শনের মাধ্যমে। অনুষ্ঠানটি হবে ৩০ জানুয়ারি, রোটারি সদনে।
এই খবরের সঙ্গে সুজয় প্রসাদ ধন্যবাদ জানিয়েছেন ছবির গোটা টিমকে। প্রবীণ অভিনেত্রী সোহাগ সেনকে ধন্যবাদ জানিয়েছেন এই ছবিতে তাঁকে মেন্টর করার জন্য। ছবিটি নারীকেন্দ্রিক। ছবিতে একাধিক অভিনেত্রীকে দেখা যায়। অভিনয় করেছেন সুদীপা বসু (Sudipa Basu), সোহাগ সেন (Sohag Sen), সোহিনী সরকার (Sohini Sarkar), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh), দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee), তুহিনা দাস (Tuhina Das), রতশ্রী (Ratasree), সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), পারমিতা সাহা (Paramita Saha), সুপর্ণা দত্ত (Suparna Datta) ও শুভশ্রী পাটেল (Subhasree Patel)। সুজয় প্রসাদ চট্টোপাধ্য়ায়ের পোস্টে কমেন্ট করেছেন ছবির অন্যতম অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। তিনি লেখেন, 'আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত।' তাঁর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন আরও একাধিক ও অনুরাগীরা।
আরও পড়ুন: Gaurav & Ridhima Update: বিয়ের চার বছর পূর্ণ, একে অপরকে 'আবার' শুভেচ্ছা জানালেন গৌরব - ঋদ্ধিমা