নয়াদিল্লি: কিছুদিন ধরেই শিরোনামে সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। তাঁর বিরুদ্ধে প্রতারণা অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং তাঁর বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে একটি হাতে লেখা নোট প্রকাশ করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে তাঁরা সম্পর্কে ছিলেন। তিনি আরও জানান যে তাঁদের সম্পর্কটি প্রেমের ছিল এবং এতে কোনও আর্থিক প্রত্যাশা জড়িত ছিল না।


তাঁর নোটে লেখা ছিল, 'ব্যক্তিগত ছবি প্রচারিত হওয়া সত্যিই দুঃখজনক এবং বিরক্তিকর, যা আমি খবরের মাধ্যমে জানতে পেরেছি। এটি একজনের গোপনীয়তা এবং ব্যক্তিগত স্থানের লঙ্ঘন স্পষ্ট করে। আমি আগেই বলেছি, জ্যাকলিন এবং আমি একটি সম্পর্কে ছিলাম। একে অপরের সঙ্গে থাকা এবং সম্পর্কটি কোনও ধরণের আর্থিক সুবিধার উপর ভিত্তি করে ছিল না এটিকে যেভাবে দেখানো হচ্ছে বা মন্তব্য করা হচ্ছে এবং খারাপভাবে ট্রোল করা হচ্ছে। সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি অনেক ভালবাসা এবং শ্রদ্ধা ছিল, কোন প্রত্যাশা ছাড়াই।'


তিনি জ্যাকলিনের সমর্থনে বলেন যে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের সঙ্গে অভিনেত্রীর কোনও সম্পর্ক নেই। তিনি লেখেন, 'জ্যাকলিনকে ভুলভাবে প্রদর্শন বন্ধ করতে অনুরোধ করছি কারণ এতে ওঁর অসুবিধা হচ্ছে, কারণ ও কোনও কিছুর প্রত্যাশা ছাড়াই ভালবেসেছিল।' 


তিনি আরও লেখেন, 'আমি ওঁকে অনেক উপহার দিয়েছি এবং ওঁর পরিবারের জন্য অনেক করেছি। কিন্তু সেটা যে কোনও সম্পর্কেই খুব সাধারণ ব্যাপার। এটা খুবই ব্যক্তিগত ব্যাপার এবং আমি বুঝতে পারছি না কেন এটাকে এত বড় করে দেখানো হচ্ছে।'


আরও পড়ুন: Lock Upp: আসছে একতা কপূরের 'বিতর্কে ভরপুর' রিয়েলিটি শো 'লক আপ', সঞ্চালনায় কঙ্গনা রানাউত


প্রসঙ্গত, সুকেশ ২০০ কোটি টাকা তছরুপের মামলার প্রধান সন্দেহভাজন অভিযুক্ত এবং জ্যাকলিনকে এই মামলার সঙ্গে জড়িত থাকার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দ্বারা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে জ্যাকলিন ফার্নান্ডেজ যদিও সুকেশের সঙ্গে সম্পর্কের গুজব অস্বীকার করেছেন।