‘পিকে’-র রেকর্ড ভেঙে দেবে ‘সুলতান’, বললেন আমির
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jul 2016 12:02 PM (IST)
NEXT
PREV
মুম্বই: সলমন খানের ছবি ‘সুলতান’-এর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তাঁর মতে, ব্যবসায়িক সাফল্যের দিক থেকে ‘পিকে’-র রেকর্ড ভেঙে দিতে পারে আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি।
বলিউডের অন্যতম সফল ছবি হিসেবে রেকর্ড গড়েছিল আমিরের ‘পিকে’। এহেন নায়কই বলছেন, ‘সুলতান’-এর গল্প, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা সহ সবকিছুই ভাল। সব অভিনেতাই ভাল কাজ করেছেন। এটি একটি সর্বাঙ্গীন সুন্দর ছবি।
সলমনেরও প্রশংসা করেছেন আমির। তাঁর মতে, ‘দাবাঙ্গ’ খ্যাত নায়কের পক্ষ থেকে এটি ঈদের উপহার। মূলধারার একটি ছবি থেকে যা আশা করা হয়, সে সবই আছে এই ছবিতে। ছবি দেখার সময় তিনি হেসেছেন, কেঁদেছেন, ছবি উপভোগ করেছেন। যদি কোনও ছবি ‘পিকে’-র রেকর্ড ভেঙে দিতে পারে তাহলে সেটা হবে ‘সুলতান’-ই।
আমিরের পরবর্তী ছবি ‘দঙ্গল’। এই ছবির সহ-অভিনেতাদের সঙ্গে নিয়েই ‘সুলতান’ দেখেছেন আমির। তিনি সলমনের প্রশংসা করে বলেছেন, এই ছবিতে কোনও খুঁত দেখতে পাননি। সলমনের এই ছবির সাফল্য তাঁর পরবর্তী ছবিকে চাপে ফেলবে কি না এই প্রশ্নের জবাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আমির বলেছেন, তিনি অন্যদের ছবির সঙ্গে নিজের ছবির তুলনা করেন না। সব ছবিই আলাদা। তিনি শুধু এই ছবি দেখে কতটা ভাল লেগেছে সেটাই বলছেন।
মুম্বই: সলমন খানের ছবি ‘সুলতান’-এর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তাঁর মতে, ব্যবসায়িক সাফল্যের দিক থেকে ‘পিকে’-র রেকর্ড ভেঙে দিতে পারে আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি।
বলিউডের অন্যতম সফল ছবি হিসেবে রেকর্ড গড়েছিল আমিরের ‘পিকে’। এহেন নায়কই বলছেন, ‘সুলতান’-এর গল্প, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা সহ সবকিছুই ভাল। সব অভিনেতাই ভাল কাজ করেছেন। এটি একটি সর্বাঙ্গীন সুন্দর ছবি।
সলমনেরও প্রশংসা করেছেন আমির। তাঁর মতে, ‘দাবাঙ্গ’ খ্যাত নায়কের পক্ষ থেকে এটি ঈদের উপহার। মূলধারার একটি ছবি থেকে যা আশা করা হয়, সে সবই আছে এই ছবিতে। ছবি দেখার সময় তিনি হেসেছেন, কেঁদেছেন, ছবি উপভোগ করেছেন। যদি কোনও ছবি ‘পিকে’-র রেকর্ড ভেঙে দিতে পারে তাহলে সেটা হবে ‘সুলতান’-ই।
আমিরের পরবর্তী ছবি ‘দঙ্গল’। এই ছবির সহ-অভিনেতাদের সঙ্গে নিয়েই ‘সুলতান’ দেখেছেন আমির। তিনি সলমনের প্রশংসা করে বলেছেন, এই ছবিতে কোনও খুঁত দেখতে পাননি। সলমনের এই ছবির সাফল্য তাঁর পরবর্তী ছবিকে চাপে ফেলবে কি না এই প্রশ্নের জবাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আমির বলেছেন, তিনি অন্যদের ছবির সঙ্গে নিজের ছবির তুলনা করেন না। সব ছবিই আলাদা। তিনি শুধু এই ছবি দেখে কতটা ভাল লেগেছে সেটাই বলছেন।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -