মুম্বই: সলমন খানের সুলতান সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অ্যাকশন ছবির শিরোপা পেল।

শিগগিরই চিনে মুক্তি পাবে সুলতান। তার আগে ওই চলচ্চিত্র উৎসবের জ্যাকি চান অ্যাকশন মুভি উইক বিভাগে ছবিটি সেরার সম্মান পেয়েছে। এই বিভাগে অ্যাকশনের পাশাপাশি জোর দেওয়া হয় স্পেশাল এফেক্ট ও চিন ও এশিয়া প্যাসিফিকের শিল্পীদের পারফরম্যান্সের ওপর।

যশ রাজ ফিল্মসের হয়ে সাংহাইয়ের ভারতীয় কনস্যুলেট জেনারেল প্রকাশ গুপ্ত পুরস্কারটি গ্রহণ করেছেন।

ছবির পরিচালক আলি আব্বাস জাফর এক বিবৃতিতে জানিয়েছেন, ওই চলচ্চিত্র উৎসবে সুলতান এত ভালবাসা ও মর্যাদা পাওয়ায় তাঁরা ভীষণ খুশি। অ্যাকশন ক্যাটাগরিতে খোদ জ্যাকি চানের হাত থেকে পুরস্কার পাওয়া সুপার স্পেশাল। সুলতান এক্কেবারে খাঁটি দেশি ভারতীয় কুস্তির গল্প বলে, সেই গল্প ভেজালহীন, নিখাদ শক্তির গল্প। মার্শাল আর্টসের ওপর একের পর এক অসাধারণ অ্যাকশন ফিল্মকে হারিয়ে সুলতান যেভাবে সেরার সম্মান পেয়েছে, তা বুঝিয়ে দেয় অ্যাকশন ভিত্তিক ভাল গল্পের আবেদন সত্যিই আন্তর্জাতিক।