কলকাতা: একদিকে যেমন এই ছবি ফিরিয়ে এনেছে নস্ট্যালজিয়া, তেমনই প্রশংসিত হয়েছে অভিনয়, পরিচালনা, গল্প বলার ধাঁচ। ছবির নাম, কাবুলিওয়ালা (Kabuliwala)। রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) কিংবদন্তি গল্পকে ফের পর্দায় ফিরিয়ে এনেছেন পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)। নাহ.. নতুন মোড়কে নয়, এক্কেবারে পুরনো নস্ট্যালজিয়াকে সঙ্গে করেই। অনেকেই এই ছবি দেখেছেন, প্রশংসা করেছেন.. তবে এতদিন, নিজের জীবনের বিশেষ এই মানুষটাকেই নিজের পরিচালিত ছবিটি দেখাতে পারেনি সুমন। আজ সেই স্বপ্নপূরণ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেই নিজের অভিজ্ঞতা বিস্তারিত জানালেন খোদ পরিচালক। 


সোশ্যাল মিডিয়ায় আজ একটি নাতিদীর্ঘ পোস্ট করেছেন সুমন। সঙ্গে একটি ছবি। তাতে সুমনের পাশে বসে রয়েছেন এক বৃদ্ধ। পোস্টে নজর রাখতেই বোঝা যায়, তিনি পরিচালকের বাবা। সুমন লিখছেন, 'আমার তৈরি কাবুলিওয়ালার সবচেয়ে বিশেষ দর্শক। আমার ৯৩ বছরের বাবা আজ আমার সঙ্গে বসে কাবুলিওয়ালা দেখলেন। যখন থেকে বাবা শুনেছেন আমি কাবুলিওয়ালা নিয়ে ছবি তৈরি করছি, তখন থেকেই তিনি ভীষণ আগ্রহী কাজটা নিয়ে। তবে গতবছর এই ছবিটি মুক্তির সময় ওঁর শারীরিক অবস্থা ঠিক ছিল না। তাই সেই সময়ে ছবিটা উনি দেখতে পারেননি। এখন উনি অনেকটা সুস্থ, তাই আজ ছবিটা দেখে ফেললেন। আজ আমার কাজ যেন সম্পূর্ণ হল। ভগবানের অশেষ কৃপা। আশীর্বাদপ্রাপ্ত বলে মনে হচ্ছে নিজেকে।'


প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল 'কাবুলিওয়ালা'। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছে। এই ছবি স্মৃতিচারণা করতে গিয়ে, এবিপি লাইভকে মিঠুন বলেছিলেন, 'আমার কাছে প্রথম যখন সুমন কাবুলিওয়ালা হওয়ার অফার নিয়ে আসে, আমি ফিরিয়ে দিই। কারণ আমার মনে হয়েছিল, দুজন এমন অভিনেতা 'কাবুলিওয়ালা'-তে অভিনয় করছেন, তাঁরা চিরবন্দিত। আমার কিছু ভুল হয়ে গেলেই মুশকিল। সেইসব ভেবেই প্রথমে অফার ফিরিয়ে দিয়েছিলাম। তার কিছুদিন পরে সুমন আবার ফিরে এল, বলল, 'দাদা আপনাকে ছাড়া কাবুলিওয়ালা করব না।' তখন আমি বললাম, যদি করি, তাহলে এই 'কাবুলিওয়ালা' অন্যরকম হবে।' 


 






আরও পড়ুন: Deepika Padukone: মা হতে চান দীপিকা ? পরিবারে কবে আসছে নতুন অতিথি