IRCTC Ticket Booking: ২০২৩ সালের মাঝামাঝি ভারতীয় রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, রেলের টিকিট বুক করার পরেও যদি কোনও যাত্রী রেলে ভ্রমণ করতে না পারেন, সেক্ষেত্রে তিনি চাইলে টিকিটে নাম বদলে নিতে পারেন। অর্থাৎ আপনি চাইলে সহজেই আপনার নামে কাটা টিকিট অন্যের নামে ট্রান্সফার করতে পারবেন।


ভারতীয় রেলওয়ের তরফে জানা গিয়েছে যে, যাত্রীরা কেবলমাত্র তাদের পরিবারের সদস্যদের নামেই টিকিট স্থানান্তর করতে পারে। কেউ যদি টিকিট বুক করেও ভ্রমণ করতে না পারেন, তাহলে তিনি সেই টিকিটটি নিজেদের পরিবারের সদস্যের নামে ট্রান্সফার করতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক, কীভাবে সহজে এই রেলের টিকিট ট্রান্সফার করা যায়। তবে এক্ষেত্রে নাম ট্রান্সফার করার জন্য একটি টিকিটে আপনি কেবলমাত্র একবারই এই নাম বদল করতে পারবেন।  


অনলাইনে যাত্রীর নাম বদলের উপায়



  • প্রথমে আপনাকে IRCTC-র ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে লগ ইন বা রেজিস্টার করার সময় সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হয়।

  • লিঙ্ক থেকে 'Change Boarding Point and Passenger Name Request' অপশনে ক্লিক করুন।

  • সেখানে একটি ফর্ম পাবেন আপনি, সেই ফর্ম সঠিকভাবে পূরণ করুন। তারপর সেই ফর্ম ঐ প্ল্যাটফর্মেই আপলোড করুন।

  • এভাবে খুব সহজেই বাড়ি বসে যাত্রীর নাম বদল করে নেওয়া যায়।

  • খেয়াল রাখতে হবে আপনার টিকিট কনফার্ম না হলে এভাবে কিন্তু আপনি নাম বদল করতে পারবেন না।


স্টেশন থেকে কীভাবে নাম বদলাবেন?



  • টিকিটের একটি প্রিন্ট আউট নিয়ে নিকটবর্তী রিজার্ভেশন কাউন্টারে যান।

  • অরিজিনাল আইডি প্রুফ সঙ্গে নিয়ে যেতে হবে। যার সঙ্গে বদলাতে চাইছেন নাম, সঙ্গে করে নিয়ে যেতে হবে তাঁকেও।

  • তবে ট্রেন ছাড়ার সময়ের ঠিক ২৪ ঘণ্টা আগেই এই কাজ করা যায়, এরপরে আর এই সুবিধে পাওয়া যায় না।

  • আপনি যার নামে টিকিট ট্রান্সফার করতে চাইছেন, তাঁকে আপনার পরিবারের সদস্যই হতে হবে। বাইরের কারও সঙ্গে আপনি টিকিট ট্রান্সফার করতে পারবেন না।

  • নাম বদল ছাড়া আপনি যদি বোর্ডিং স্টেশন বদলাতে চান, সেটিও IRCTC-র ওয়েবসাইটে গিয়ে বদলে নিতে পারেন।


আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদের কারও নামে এই টিকিট স্থানান্তর করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে টিকিটটি সম্পূর্ণরূপে কনফার্ম হওয়া আবশ্যক। অর্থাৎ আরএএসি (RAC) টিকিটের ক্ষেত্রে কোনওভাবেই এই সুবিধে পাওয়া যাবে না। তবে টিকিটের নাম স্থানান্তর করা গেলেও টিকিট বুকিংয়ের সময় বয়স বা লিঙ্গ ভুল লিখলে, তা অনলাইনে কোনওভাবেই সংশোধনের কোনও উপায় নেই।  


আরও পড়ুন: Aadhaar Link: আধার কার্ড লিঙ্ক করানো আদৌ কি নিরাপদ ? কী বলছে আধার কর্তৃপক্ষ