কলকাতা: এতদিন দৈনিক ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করে এসেছে বিনোদনের জনপ্রিয় চ্যানেল 'সান বাংলা'। তবে মেগা সিরিয়ালের (mega serial) পাশাপাশি এবার নন ফিকশনের (non fiction) দুনিয়াতেও পা রাখল 'সান বাংলা' (Sun Bangla)। নতুন চমকে, নতুন আবহে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে রোজ সকাল ৭.৩০টায় সান বাংলায় শুরু হচ্ছে জমজমাট গানের অনুষ্ঠান 'বাংলা মেলোডি' (Bangla Melody)।
সান বাংলায় আসছে নতুন গানের অনুষ্ঠান, 'বাংলা মেলোডি'
এবার নন ফিকশনে পা রাখল সান বাংলা। অনুষ্ঠানের নাম 'বাংলা কমেডি'। আর এই নাম শুনেই বোঝা যাচ্ছে হরেক রকম বাংলা গানের ডালি সাজিয়ে দর্শককে উপহার দিতে চলেছে সান বাংলা।
ঠিক কেমন হবে এই 'বাংলা মেলোডি' অনুষ্ঠান? এই অনুষ্ঠানে বাংলার সব রকমের গান গাইবেন বাংলার প্রতিষ্ঠিত শিল্পীরা। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে অতুলপ্রসাদী, শ্যামা সঙ্গীত, আধুনিক, নজরুলগীতি, লোকসঙ্গীত সব ধরনের গানের সম্ভারে সাজানো থাকছে 'বাংলা মেলোডি'। গানের পাশাপাশি চলবে শিল্পীদের সঙ্গে আড্ডা। পুরো অনুষ্ঠানটা সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিনেত্রী সোনালি চৌধুরী (Sonali Chowdhury)। সোনালি টেলিভিশনে খুবই পরিচিত মুখ, সেই সঙ্গে একজন সিনিয়র অভিনেত্রীও বটে। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার নতুন দায়িত্ব পেয়ে খুশি সোনালি। এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন 'সা রে গা মা পা' খ্যাত ঋষি, গৌরব, গুরজিত সিং, চন্দ্রিকা এবং আরও অনেকে। অনুষ্ঠানটির দায়িত্বে আছেন দ্রণ আচার্য। ৯ সেপ্টেম্বর সকাল থেকে বাঙালির মন গানে গানে ভরিয়ে দেবে সান বাংলা।
আরও পড়ুন: Jawan: প্রথম দিনই ৭০ কোটিরও বেশি ব্যবসা করবে 'জওয়ান'? কী বলছে সমীক্ষা?
এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পেয়ে সোনালি চৌধুরী বলছেন, 'সঞ্চালনা করতে আমার বরাবরই ভাল লাগে। এর আগে অনেক অনুষ্ঠানের সঞ্চালনা আমি করেছি। তবে গান নিয়ে এই প্রথম। গানের জগতে প্রতিষ্ঠিত শিল্পীরা আসছেন, তাঁদের সঙ্গে গল্প করছি, এটা একটা দারুণ অভিজ্ঞতা। আমি যেহেতু নিজে নৃত্যশিল্পী, তাই গানের তাল-ছন্দ নিয়ে একটা আলাদা আগ্রহ আছে। আর গান শুনতে কোন বাঙালি ভালবাসে না! আমিও খুব ভালবাসি। দিনরাত এখন গানের মধ্যেই আছি। শিবাশিসদার রিসার্চ এবং চিত্রনাট্য এই অনুষ্ঠানটা সঞ্চালনা করতে আমায় বাড়তি সুবিধা দিচ্ছে। আশা করি, দর্শকের ভাল লাগবে। গান নিয়ে আড্ডা, গান শোনা সব কিছু নিয়ে দারুণ জমাটি অনুষ্ঠান 'বাংলা মেলোডি'।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন