Sundarbaner Vidyasagar: ঋদ্ধি উষসীর জুটি বেঁধে বলবে 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর গল্প

টলিউডে ফের নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)! কৌশিক পুত্রের বিপরীতে নতুন ওয়েব সিরিজে দেখা যাবে উষসী রায়কে (Ushasi Ray)।

Continues below advertisement

কলকাতা: টলিউডে ফের নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)! কৌশিক পুত্রের বিপরীতে নতুন ওয়েব সিরিজে দেখা যাবে উষসী রায়কে (Ushasi Ray)। 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজের অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ পেয়েছে সদ্যই। 

Continues below advertisement

সদ্য মুক্তি পাওয়া ছবিতে উষসীকে দেখা যাচ্ছে সাদা শাড়িতে। বিধবার বেশ। অন্যদিকে চশমা চোখে ঋদ্ধির চোখে মুখে অন্যমনস্কতার ছাপ। সুন্দরবনের এক দ্বীপের বিধবাদের নিয়ে এই গল্প। সেই দ্বীপে হঠাৎ এসে হাজির হয় ঋদ্ধি। পরিবার ভাবে ঋদ্ধি বিদ্যাসাগর হবে। কিন্তু তার নিয়তিতে লেখা অন্য কিছু। সুন্দরবনের কুমিরখালি দ্বীপের বিধবাদের সমস্যা সমাধান করবে ঋদ্ধির চরিত্র! সেই উত্তর লুকিয়ে নতুন ওয়েব সিরিজ 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর গল্পের ভাঁজে ভাঁজে। 

এর আগে সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ছবি ভাগ করে নিয়েছিলেন ঋদ্ধি। এরপর ছবিতে তাঁর প্রথম লুকের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। বাদ যাননি উষসীও। তিনিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নতুন লুকে তাঁর ছবি। পর্দায় ঋদ্ধির চরিত্রের নাম কিঙ্কর। অন্যদিকে উষসীর চরিত্রের নাম পাবর্তী। কোন পথে চালিত হবে পার্বতী আর কিঙ্করের গল্প, সেই উত্তর লুকিয়ে 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর গল্পে। 

এই সিরিজের লেখক অর্কদীপ মল্লিকা নাথ। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন কোরক মুর্মূ। এর আগে 'হইচই'-এর ওয়ের সিরিজ 'রুদ্রবীণার অভিশাপ'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন উষসী চক্রবর্তী। ওই সিরিজে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায়, সৌরভ দাস, বিক্রম চট্টোপাধ্যায়। ঋদ্ধির সঙ্গে আরও একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। এখনও এই সিরিজের মুক্তির দিন ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: Super Singer: বাড়িতে কাগজ পেতে রিয়্যালিটি শো-এর মঞ্চের অনুকরণ, অনীশে মুগ্ধ কৌশিকী, সোনু, শানু 

অন্যদিকে, অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্তের (Arindam Sil and Padmanabha Dasgupta) হাত ধরে ফের পর্দায় ফিরছে সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' (‘Bishupal Bodh’) গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ব্যোমকেশ বক্সীর নতুন ছবি। মুখ্যভূমিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সত্যবতীর ভূমিকায় থাকছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। বদল এসেছে অজিতের অভিনেতায়। এই ছবিতে অজিতের ভূমিকায় দেখা যাবে সুহত্র মুখোপাধ্যায়কে (Suhotra Mukhopadhyay)।

'বিশুপাল বধ'-এর অবলম্বনে এই ছবি তৈরি হবে তা সিদ্ধান্ত হলেও এখনও পাকা হয়নি ছবির নাম। এটি অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হবে পর্দায়। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকে। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। শুধুই একটা খুন? নাকি তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও প্রেম, চাহিদা আর বিশ্বাঘাতকতার গল্প। ঘটনার অভ্যন্তরে পৌঁছে তার আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ। এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola