কলকাতা: এই সিনেমা নিয়া সবার উত্তেজনা তুঙ্গে ছিল। প্রত্যেকেই অপেক্ষা করছিলেন, কবে মন ভাল করা এই সিনেমার সিক্যুয়াল আসবে। সেই সিক্যুয়াল ঘোষণা ও হল। শ্যুটিং ও শুরু হওয়ার মুখে। কিন্তু তার আগেই বড় দুঃসংবাদ 'হেরা ফেরি' অনুরাগীদের জন্য 'হেরা ফেরি ৩' -তে দেখা যাবে না অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal) কে। সেই কারণেই এখন এই ছবি আবার নতুন করে চর্চায়। এই ছবি পরেশ রাওয়ালের চরিত্র ছাড়া কার্যত অসম্পূর্ণ। কিন্তু 'হেরা ফেরি ৩'-তে আর দেখা যাবে না পরেশ রাওয়ালকে। পাকাপাকিভাবে এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ফেরত দিয়েছেন টাকাও। এই কথা শুনে শুধু হেরা ফেরি অনুরাগী নয়, মন ভেঙে গিয়েছে অভিনেতা সুনীল শেট্টির ও। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীল শেট্টির গলায় স্পষ্ট ধরা পড়েছে হতাশা।

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীল শেট্টিকে প্রশ্ন করা হয়েছিল পরেশ রাওয়ালের 'হেরা ফেরি ৩' থেকে সরে যাওয়া নিয়ে। সেই উত্তরে সুনীল শেট্টি বলেন, 'যদি একটা ক্যামেরা থাকত আমার মনের অনুভূতি ধরার জন্য, তাহলে সেটাই একেবারে সঠিকভাবে উত্তরটা দিতে পারত। আমি জানি না, এতে আমার কি প্রতিক্রিয়া দেওয়া উচিত। আমি গতকাল সবে বিষয়টা জানতে পেরেছি। তারপরে এখানে এসেছি। আমি ফোন করে খবরটা সম্পর্কে নিশ্চিত হয়েছি। আমার মন ভেঙে গিয়েছে। যদি কোনও ছবির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, তাহলে সেই ছবিটা হল 'হেরা ফেরি ৩'। এই ছবিটা পরেশ রাওয়ালকে ছাড়া হতে পারে না। যদি এই ছবিটা ১ শতাংশ ও হওয়ার সুযোগ থাকে, তাহলে সেটা আমায় বা অক্ষয় কুমারকে ছাড়া হওয়া সম্ভব। কিন্তু পরেশ রাওয়ালকে ছাড়া এই ছবিটা সম্ভবই নয়। রাজু আর শ্যামের সঙ্গে যদি বাবু ভাইয়া না থাকে, তাহলে এই সিনেমাটার আর কোনও অর্থই থাকে না।