কলকাতা:  বাজারে টমেটোর দাম আগুন (Price Hike)। হাত ছোঁয়ালেই ছেঁকা। সেই আবহে বড় বড় একাধিক রেস্তোরাঁও তাঁদের খাবারে টমেটো (Tomato Price Hike) দেওয়া বন্ধ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে খবরের চ্যানেল, সর্বত্র এই বিষয়ে আলোচনা প্রবল।


কিছুদিন আগে নিজের জীবনে টমেটোর দাম কীভাবে প্রভাব ফেলেছে সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলিউড তারকা (Bollywood Star) সুনীল শেট্টির  (Suniel Shetty) জানান যে, তাঁর স্ত্রী মানা শেট্টি (Mana Shetty) এক বা দুদিনের জন্যই সবজি কেনেন একসঙ্গে কারণ তাঁরা টাটকা খেতেই পছন্দ করেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে টমেটোর দাম আকাশছোঁয়া এবং তার প্রভাব পড়েছে তাঁদের হেঁশেলও। সুনীল শেট্টি বলেছিলেন, 'আমি আজকাল কম টমেটো খাই। মানুষ হয়তো ভাবেন যে যেহেতু আমি তারকা তাই এই সমস্ত ব্যাপারে আমার কিছু অসুবিধা হয় না। কিন্তু সেটা সত্যি নয়, এই ধরনের সমস্যার সঙ্গে আমাদেরও যুঝতে হয়।'


আরও পড়ুন 


বর্ষায় বিভিন্ন রোগ ও সংক্রমণের ঝুঁকি বাড়ে, তাই চা খাওয়ার সময় নজর রাখুন এই দিকগুলোয়


আর অভিনেতার এই মন্তব্য়ের পরই সোশ্য়াল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য়ের বন্য়া বয়ে যায়।  এপ্রসঙ্গে তিনি পরিস্কার করে জানিয়েছেন, 'আমি সত্য়িই আমাদের কৃষকদের সমর্থন করি। আমি তাঁদের সম্পর্কে নেতিবাচক কথা ভাবতেও পারি না। আমি সব সময় তাঁদের সহযোগিতায় কাজ করেছি। আমি চাই আমরা আমাদের দেশি পণ্যের প্রচার করি। পাশাপাশি আমি চাই আমাদের কৃষকরা সবসময় এর থেকে উপকৃত হোক। কৃষকরা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন হোটেল ব্যবসায়ী হিসাবে, তাদের সঙ্গে আমার সংযোগ সবসময়ই সরাসরি ছিল। যদি আমার কোনও কেউ আঘাত পেলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তাঁদের বিরুদ্ধে কথা বলার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। অনুগ্রহ করে আমার বক্তব্য ভুল উদ্ধৃত করবেন না। এ বিষয়ে আর কিছু বলতে পারব না।”


প্রসঙ্গত, সুনীল শেট্টি খাণ্ডালায় নিজের ফার্মহাউজে তিনি ফল ও সবজির চাষও করেন, প্রায়ই সেই সমস্ত ভিডিও শেয়ার করেন তিনি। সুনীল শেট্টি ওই সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি একটি অ্যাপ থেকে সবজি ফল অর্ডার করি, সেখানে সস্তা হয় বলে নয়, কারণ তাঁরা টাটকা সবজি বিক্রি করে... আমি রেস্তোরাঁ চালাই এবং আমি সবসময়েই সঠিক দামের জন্য দরদাম করি। কিন্তু টমেটোর ঊর্ধ্বমুখী দামের সঙ্গে পাল্লা দিয়ে মানুষকে স্বাদ ও গুণের সঙ্গে আপোস করতে হচ্ছে। আমাকেও করতে হয়েছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial