মুম্বই: 'হেরা ফেরি'। 'ফির হেরা ফেরি'। আর এবার আসছে 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3)। প্রথম দুটি ছবিতে মূল তিন চরিত্র রাজু, শ্যাম এবং বাবু ভাইয়ার চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল। কিন্তু তৃতীয় ভাগে কিছুটা ছন্দপতন হয়েছে। 'হেরা ফেরি ৩'-এ অক্ষয় কুমারের (Akshay Kumar) পরিবর্তে দেখা যাবে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা। ইতিমধ্যেই অক্ষয় কুমার নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি থাকছেন না তৃতীয় ছবিতে। আর পরেশ রাওয়াল (Paresh Rawal) নিশ্চিত করেছেন যে, এই ছবিতে থাকতে চলেছেন কার্তিক আরিয়ান। এরপরই চর্চা শুরু হয়েছে যে, রাজু চরিত্রেই অক্ষয়ের পরিবর্তে থাকতে চলেছেন কার্তিক। বলিউডের খিলাড়ির অনুরাগীরা নেট দুনিয়ায় ট্রেন্ডিং করতে শুরু করেছেন যে, এই ছবিতে তাঁরা অক্ষয়কেই চান। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সুনীল শেট্টি (Suniel Shetty)।
'হেরা ফেরি ৩' প্রসঙ্গে সুনীল শেট্টি-
সুনীল শেট্টি বলেন, 'এই ছবির জন্য কার্তিক আরিয়ান খুবই ভালো পছন্দ। কিন্তু ও রাজু চরিত্রে অভিনয় করছে না। কার্তিকে একেবারে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর ও যে চরিত্রে অভিনয় করবে, তা এককথায় অসাধারণ। ওর এনার্জি চোখে পড়ার মতো। এরইসঙ্গে রাজুর বিকল্প কেউ হতে পারে না। আর এবার রাজু এবং ফিরোজ (প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা)র উপর নির্ভর করছে এই সমস্যা সমাধান করার।'
আরও পড়ুন - Haddi: চিনতে পারছেন? ইনি অভিনেত্রী নন, বলিউডের নামী অভিনেতা
তিনি আরও বলেন, 'আমার মনে হয় ছবি তখনই হিট হয়, যখন ছবির চরিত্রদের মানুষ মনে রাখে। রাজু, শ্যাম এবং বাবু ভাইয়াও তেমনই তিন চরিত্র। 'হেরা ফেরি'র এই সরলতাই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। কখনও ভাবিনি এই ছবিটা এতটা জনপ্রিয় হবে। বলতে গেলে কালজয়ী হবে। তবে, এটা জানতাম যে এই ছবি প্রশংসিত হবে।'
প্রসঙ্গত, এক সাক্ষাতকারে অক্ষয় কুমার বলেন, 'হেরা ফেরি সবসময়ই আমার কাছে সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। আার জীবনের গুরুত্বপূর্ণ অংশ এটি। আমারও খারাপ লাগছে যে, এত বছরে আমরা এর তৃতীয়ভাগ নিয়ে আসতে পারলাম না। আমাদের অন্যরকমভাবে চিন্তাভাবনা করতে হবে। ছবিটির প্রস্তাব আমাকে দেওয়া হয়েছিল। আমি সেকথা বলেওছিলাম কিন্তু স্ক্রিনপ্লে, ছবির চিত্রনাট্য এবং অন্যান্য অনেক কিছু নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। খুশি ছিলাম না। দর্শক যা দেখতে চায়, আমাকে তা দিতে হবে। আর সেই কারণেই এই প্রোজেক্ট থেকে আমার পিছিয়ে আসা। আমার কাছে এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমার জীবন, আমার জার্নি, এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমারও খুব খারাপ লাগছে। আমিও খুব দুঃখ পাচ্ছি যে এটা আমি করতে পারছি না।' তিনি বলছেন, 'এই তো কালকের কথা। আমি দেখছিলাম 'নো রাজু নো হেরা ফেরি' ট্রেন্ডিং ছিল। ওরা (অনুরাগীরা) যতটা দুঃখ পেয়েছেন, আমিও ততটাই। এটা খুবই দুঃখজনক বিষয়। এই কথাটা ওরা ট্রেন্ড করেছে। তার জন্য অনেক ধন্যবাদ। আমি কথায় প্রকাশ করতে পারব না, আমার অনুরাগীরা কতটা পাগল। যে ওরা যা কিছু করতে পারে। ওরা আমায় খুব ভালোবাসে। আমি যে 'হেরা ফেরি ৩' করতে পারছি না, এর জন্য ওদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।'