সুনীলের শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, একপাশে ক্যাটরিনার ছবি। আর অন্যদিকে হাতে আঁকা একটি মজার ছবি। ক্যাটরিনার মতোই গোলাপি শাড়ি পরানো হয়েছে ছবির মেয়েটিকেও। কিন্তু সেটি একটি নিতান্ত মজার কাঁচা হাতের আঁকা। ক্যাটরিনার বিন্দুমাত্র আদল আসেনি সেই ছবিতে।
ছবিটি কে এঁকেছেন তা অবশ্য খোলসা করেননি সুনীল। কেবল মজা করে লিখেছেন, 'লকডাউন কত শিল্পী, কত সেফ-এর জন্ম দিল।দেখুন তেমনই এক শিল্পীর শিল্পের নমুনা।' ক্যাটরিনা অবশ্য তাঁর এই মজাদার ছবি নিয়ে কোনও মন্তব্য করেননি।
লকডাউনে বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় হামেশাই মজার সব পোস্ট করছেন কমেডিয়ান সুনীল গ্রোভার। কিছুদিন আগেই লকডাউন নিয়ে একগুচ্ছ মিম শেয়ার করেছিলেন তিনি। পোস্ট করছেন মজার সব ভিডিও। তাঁর অনুরাগীরা বেশ উপভোগ করছেন তাঁর এই বুদ্ধিদীপ্ত মজার পোস্ট।