মুম্বই: কেমন আছেন রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)? জনপ্রিয় কমেডিয়ানের অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। গত ১০ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জিম করাকালীন হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। জিম ট্রেনারই তাঁকে হাসপাতালে ভর্তি করান। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাজনাথ সিংহ খোঁজ নিয়েছেন রাজুর শারীরিক অবস্থার। তাঁর পরিবারের লোকেদের সঙ্গেও তাঁরা কথা বলে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। কিন্তু এখনও জ্ঞান ফেরেনি তাঁর। মাঝে কেটে গিয়েছে ১৪টা দিন। কেমন আছেন এখন রাজু? কিছুটা স্বস্ত্বির খবর দিলেন আর এক কমেডিয়ান সুনীল পাল (Sunil Pal)।


রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্যের খবর দিলেন সুনীল পাল-


রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্যের খবর যেমন দিচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। তেমনই তাঁর সতীর্থরাও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানাচ্ছেন তিনি কেমন আছেন। সুনীল পাল থেকে শেখর সুমন নানা সময়ে রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্যের খবর দিচ্ছেন। সম্প্রতি সুনীল পাল জানালেন যে, হতে পারে আজ ভেন্টিলেশন থেকে বের করা হবে রাজুকে। রাজু শ্রীবাস্তবের স্বাস্থ্যের খবর দিতে গিয়ে সুনীল পাল বলেন, 'যতদূর আমি জানি, ও (রাজু শ্রীবাস্তব) সেরে উঠছে। ওর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হচ্ছেন। এখন প্রার্থনাই ভরসা। আমাদের সবাইকে ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে। ওর শরীর আলাদাভাবে প্রতিক্রিয়া দিচ্ছে। সেটাই মূল কারণ যাঁরা জানাচ্ছেন রাজু কেমন আছেন, তাঁদের বিবৃতি ভিন্ন হওয়ার। ঈশ্বরের কৃপায়, বর্তমানে স্থিতিশীল রয়েছেন রাজু। আশা করছি, ভালো কিছুই ঘটবে।'


আরও পড়ুন - Sapna Chaudhary: প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


রাজু শ্রীবাস্তবকে ভেন্টিলেশন থেকে বের করার প্রসঙ্গে সুনীল পাল আরও বলেন, 'আমি নিশ্চিত নই। কারণ, ওর পরিবারের লোকেদের সঙ্গে আমার কথা হয়নি। কিন্তু আমি শুনলান যে, আজ ওকে ভেন্টিলেশন থেকে বের করা হতে পারে। এখনও পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত নয়। সমস্তটাই নির্ভর করছে ওর শরীর কেমন থাকছে, তার উপর। আগামী দু-তিন দিনের মধ্যে আমি ওকে দেখতে দিল্লি যাবো। ও আমার বড় ভাই তার সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ একজনও। আমাদের এখন ওর দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করতে হবে।'


প্রসঙ্গত, ৫৮ বছর বয়সী রাজু শ্রীবাস্তব হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। গত ১০ অগাস্ট জিমে তিনি ট্রেডমিলে দৌড়োচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ট্রেনারও। সেই সময়ই আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন। জ্ঞান হারান। জিম ট্রেনার তাঁর দুবার সিপিআর দেন। তারপর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার সময়ই জ্ঞান হারানোর আগে তিনি একবার জানিয়েছিলেন যে, তিনি অস্বস্ত্বি অনুভব করছেন। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেই থেকে তিনি ভেন্টিলেশনেই রয়েছেন। এখনও তাঁর জ্ঞান ফেরেনি। রাজু শ্রীবাস্তবের অসুস্থতা প্রসঙ্গে চিকিৎসকেরা জানাচ্ছেন যে, তাঁর সুস্থ হতে সময় লাগবে।