কলকাতা: এবার বাংলা টেলিভিশনে সুনীল শেট্টি (Sunil Shetty)। নাহ, কোনও ধারাবাহিকে নয়, তিনি এলেন নাচের প্রতিযোগিতার মঞ্চে। অতিথি হয়ে। প্রথম সারির একটি চ্যানেলের নাচের রিয়্যালিটি শো (Dance Reality Show) 'ডান্স ডান্স জুনিয়র'-এর মঞ্চে বিচারক হিসেবে হাজির ছিলেন সুনীল শেট্টি। সঙ্গে অবশ্যই হাজির ছিলেন মঞ্চের তিন তারকা বিচারক দেব (Dev), মনামী ঘোষ (Monami Ghosh) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।
শুরু থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে এই নাচের রিয়্যালিটি শো। গত সিজনের মতো এবারেও বিচারকের ভূমিকায় হাজির থেকেছেন মনামী ঘোষ ও দেব। তবে বিচারকের আসনে নতুন সংযোজন রুক্মিণী। এই প্রথম কোনও ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে।
অনুষ্ঠানে ছোটদের মেন্টর বা শিক্ষক শিক্ষিকার ভূমিকায় রয়েছেন তৃণা সাহা (Trina Saha), দিপান্বিতা রক্ষিত (Dipannita Rakshit) ও অভিষেক বসু (Abhishek Basu)। এই অনুষ্ঠানে আগের মতোই সঞ্চালক ও সঞ্চালিকার ভূমিকায় রয়েছে লাড্ডু ও উদিতা।
সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের তরফ থেকে প্রকাশ করে নেওয়া হয়েছে অনুষ্ঠানের ঝলক। সেখানে বিচারকের আসনে দেখা যাচ্ছে সুনীল শেট্টিকে। তিনিও খুদেদের সঙ্গে মেতে উঠছেন নাচের তালে। কখনও নিজেই হাজির হচ্ছেন মঞ্চে।
এই রিয়্যালিটি শো-তেই প্রথম মানুষ রুক্মিণীকে ছোটপর্দায় দেখতেন। নাচ করতে ভালোবাসেন রুক্মিণী। ছোটবেলায় নিজেও অনুষ্ঠানে অংশ নিতেন তিনি। কিন্তু তখন অন্যদের তুলনায় অনেকটা বেশি লম্বা হওয়ার জন্য নাকি পিছনের সারিতে জায়গা পেতেন রুক্মিণী। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেছিলেন, 'ছোটবেলায় ভালো নাচ করতাম বলে সবসময় স্কুলে সামনের সারিতে সুযোগ পেতাম। কিন্তু পঞ্চম-ষষ্ঠ শ্রেণীতে হঠাৎ করে অনেকটা লম্বা হয়ে যাই আমি। ফলে সবসময় পিছনের সারিতে নাচ করতে হত। আমি বিরক্ত হয়ে নাচ করা ছেড়েই দিয়েছিলাম। পরে অবশ্য আমার সেই উচ্চতার জন্যই হয়তো প্রথম ছবির অফার পেয়েছিলাম। আমার প্রথম নাচ শেখা দিদির কাছে। তারপরে স্কুলে প্রথাগত শিক্ষা। ডান্স ডান্স জুনিয়র আমায় আবার ছোটবেলায় ফিরিয়ে আনল।'
বিচারকের আসনে বসার আগে কী কী পরিকল্পনা ছিল রুক্মিণীর? অভিনেত্রী এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি প্রথমবার একটি অ্যাওয়ার্ড শো-তে নাচ করেছিলাম। তখনই কানাঘুষো শুনেছিলাম, নাচের কোনও অনুষ্ঠানে আমায় ভাবা হতে পারে। তবে আমার আর দেবের সঙ্গে সম্পূর্ণ আলাদাভাবে কথা হয়েছিল। দেব আর মনামী আগেও এই শো-তে বিচারক হিসেবে থেকেছে। এরা দুজনেই খুব ভাল নৃত্যশিল্পী। আমি বিচারকের চেয়েও বেশি একজন অনুপ্রেরণা হিসেবে কাজ করতে চাই, যে ছোটদের আরও ভালো কাজ করার উৎসাহ দেবে।'