কলকাতা: গুঞ্জনেই সিলমোহর? এতদিন ধরে এই বিষয়ে কথা উঠতেই হামেশাই এড়িয়ে গিয়েছেন এক পক্ষ । আর আরেক পক্ষ সরাসরি জবাব দিয়েছেন যে, তাঁদের সংসার কখনও ভাঙতেই পারে না । সবটাই গুঞ্জন, জল্পনা । এখানেই শেষ নয়, সদ্য একটি ব্লগে তাঁদের দাম্পত্য নিয়ে কড়া বার্তাও দিয়েছিলেন তিনি । তারকা পত্নী জানিয়েছিলেন, তাঁদের দাম্পত্য কেউ ভাঙার চেষ্টা করলে ঈশ্বর তাঁর ক্ষতি করবেন । তবে এবার,প্রকাশ্যে এল, কয়েক মাস আগে নাকি বিচ্ছেদের মামলা করেছিলেন তিনিই! সত্যিটা ঠিক কী?

কথা হচ্ছে অভিনেতা গোবিন্দ (Govinda) ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)-কে নিয়ে । শোনা যাচ্ছে, গোবিন্দের বিরুদ্ধে নাকি বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন স্ত্রী সুনীতা । কয়েক মাস আগেই  নাকি বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিচ্ছেদের মামলা দাখিল করেছেন সুনীতা । বিবাহ বহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসা ও ঠকানোর অভিযোগ এনে নাকি বিচ্ছেদ চেয়েছেন সুনীতা । হিন্দু ম্যারেজ অ্যাক্ট-এর সেকশন ১৩-র (1) (i), (ia), (ib) ধারায় মামলা দায়ের করেছেন সুনীতা । এরপরে গোবিন্দের কাছে ২ বার সময় পাঠানো হয় । সুনীতা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে প্রত্যেকবার আদালতে উপস্থিত ছিলেন । কিন্তু একবার ও আদালতে আসেননি গোবিন্দ । সেই কারণে তাঁরা এখন চেষ্টা করছেন প্রাথমিকভাবে এই বিষয়টি সমাধান করার ।

সদ্যই, তারকা পত্নীর ব্লগে, সুনীতাকে মা মহাকালী মন্দিরে দর্শন করতে দেখা যায় । এখানে এক পুরোহিত তাঁকে জিজ্ঞাসা করেন দেবীর কাছে প্রথমবার তিনি কি কারণে এসেছিলেন? এর উত্তরে সুনীতা কেঁদে ফেলেন এবং বলেন, 'যখন আমি গোবিন্দর সঙ্গে দেখা করি, তখন আমি প্রার্থনা করেছিলাম যে তাঁর সঙ্গে আমার বিয়ে হোক এবং আমার জীবন ভালোভাবে কাটুক ।' এর পরে, সেই ব্লগে সুনীতা তাঁর বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে কথা বলেন এবং বলেন, 'কেউ যদি আমার ঘর ভাঙার চেষ্টা করে...যে আমার মনকে কষ্ট দেবে, মা কালী তাদের সবার গলা কেটে দেবেন । একজন ভালো মানুষকে, ভালো মেয়েকে কষ্ট দেওয়া ভালো নয় । আমি আর কারও উপর বিশ্বাস করি না ।'

কিন্তু বর্তমানে প্রকাশ্যে আসা তথ্য থেকে মনে করা হচ্ছে, গোবিন্দ নয়, বিচ্ছেদ চাইছেন সুনীতাই ।