কলকাতা: বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা গোবিন্দ (Govinda), তড়িঘড়ি তাঁকে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। জানা যায়, বাড়িতেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। প্রথমে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা হয় এবং তারপরে, পরিস্থিতি সামলানো যাচ্ছে না মনে করে, অভিনেতাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তবে হাসপাতালে যাওয়ার ১ দিন পরেই সুস্থ হয়ে বাড়িতে ফেরেন গোবিন্দ। অভিনেতা অসুস্থ হয়ে পড়ার সময়, সঙ্গে ছিলেন না স্ত্রী সুনীতা। দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছে, আলাদা থাকেন গোবিন্দ আর সুনীতা। আর গোবিন্দ অসুস্থ হয়ে পড়ার খবর, এমনকি তিনি যে বেশ কিছুদিন ধরে ক্লান্তির মতো সমস্যায় ভুগছেন, তা নাকি জানতেনই না সুনীতা!
সদ্য নিজের ব্লগে সুনীতা বলেন, গোবিন্দর অচৈতন্য হয়ে পড়ার খবর নাকি প্রথমে জানতেনই না তিনি। সেই সময়ে তিনি গোবিন্দর সঙ্গে ছিলেন না। পরবর্তীতে তিনি জানতে পারে, গোবিন্দ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখানেই শেষ নয়, সুনীতা জানান, গোবিন্দ যে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে, তা তিনি জানতেই না। তিনি যে ক্লান্ত হয়ে পড়ছিলেন বা তাঁর শরীরচর্চা যে অতিরিক্ত হয়ে যাচ্ছিল, সেই বিষয়ে একেবারেই অবগত ছিলেন না সুনীতা। গোবিন্দ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকার দেখেই সুনীতা জানতে পারেন যে, গোবিন্দ বিভিন্ন সমস্যায় ভুগছেন। সুনীতা নাকি কেবল এটুকুই জানতেন যে গোবিন্দ তাঁর নতুন সিনেমা 'দুনিয়াদারি'-র প্রস্তুতি নিচ্ছেন। এই সিনেমায় তাঁকে একেবারে নতুন লুকে দেখবেন মানুষ, এটাই চেয়েছিলেন গোবিন্দ।
অন্যদিকে, হাসপাতাল থেকে ছাড়ার পরে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, 'আমি প্রয়োজনের থেকে বেশি শারীরিক কসরত করেছিলাম। তার ওপরে, শরীর ক্লান্ত ছিল। মনে হয় বেশি শরীরচর্চা করার ফলেই অসুস্থ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল জ্ঞান হারিয়ে ফেলব। তখন আমার মনে হত, হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া উচিত, নাহলে আরও বড় কিছু হয়ে যেতে পারে। সেই কারণেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিই, আর যা যা প্রয়োজন চিকিৎসা শুরু হয়ে যায়। আসলে আমি একটা নতুন সিনেমা শুরু করছি, 'দুনিয়াদারি'। আসলে আমি চেয়েছিলাম, আমায় দর্শক এমন একটা রূপে দেখুক, যেভাবে দর্শক আমায় আগে কখনও দেখেনি।'
অভিনেতার নতুন সিনেমার শ্যুটিং কবে শেষ হবে, তা এখনও জানা যায়নি।