Smartphones Under Rs 15,000: ভারতে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোন আগেই লঞ্চ হয়েছে। এবার শুরু হল বিক্রিও। ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি নিয়ে দেশে লঞ্চ হয়েছিল এই ফোন। এটি একটি সিলিকন-কার্বন ব্যাটারি। এর সঙ্গে পাবেন ৩০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটোরোলা 'জি' সিরিজের এই ৫জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনে একটি ৪ এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট সাপোর্ট পাবেন ইউজাররা। গুগল জেমিনি ফিচারের সাপোর্টও রয়েছে এই ফোনে। এর পাশাপাশি ফোনের পিছনের অংশে পাবেন ভেগান লেদার ফিনিশ।
একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোন। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট রয়েছে এই ফোনে, যার দাম ১৫,৯৯৯ টাকা। এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক এবং বাজাজ ফিনান্সের মাধ্যমে ফোন কিনলে ক্রেতারা পাবেন ১০০০ টাকা ছাড়। তার ফলে ফোনের দাম কমে হবে ১৪,৯৯৯ টাকা। এছাড়াও ক্রেতারা পাবেন এক্সচেঞ্জ অফার। আর রয়েছে নো-কস্ট ইএমআই অফার, ৬ মাসের জন্য। অনলাইনে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং মোটোরোলার ওয়েবসাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে।
মোটোরোলা 'জি' সিরিজের এই ৫জি ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা ৭আই প্রোটেকশন লেয়ার। এই ফোনের স্ক্রিনে HDR10+ সাপোর্ট পাবেন ক্রেতারা। এছাড়াও এই ফোনে রয়েছে MIL-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন। এটি একটি IP64 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন সহজে নষ্ট হবে না। AI ফিচারের সাপোর্ট পাবেন এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট।
ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। এছাড়া রয়েছে একটি টু-ইন-ওয়ান ফ্লিকার লেন্স। ফোনের ওজন প্রায় ২১০ গ্রাম। ১৫ হাজার টাকার কমেই কেনা যাবে মোটোরোলার এই ৫জি ফোন। ফিচারও রয়েছে নজরকাড়া। নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে এই ফোনকে অপশন হিসেবে রাখতে পারেন।