কলকাতা: কী কারণে মারা গিয়েছেন সঞ্জয় কপূর (Sunjay Kapur)। মাত্র ৭ ঘণ্টা আগেই আমদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে শোকপ্রকাশ করেছিলেন যে মানুষটা, তিনি পোলো খেলতে খেলতে মারা গেলেন! করিশ্মা কপূরের (Karishma Kapoor) প্রাক্তন স্বামীর মৃত্যুর খবর যেন এখনও বিশ্বাস করতে পারছেন না কেউই। প্রকাশ্যে আনা হয়েছে, পোলো খেলতে খেলতে হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর। তবে সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সুহেল শেঠ দাবি করেছেন, সঞ্জয় পোলো খেলতে খেলতে একটি মৌমাছি গিলে ফেলেছিলেন! সেটাই নাকি তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সুহেল শেঠ দাবি করেছেন, দিব্যি পোলো খেলছিলেন সঞ্জয়। হঠাৎ একটা মৌমাছি নাকি উড়ে এসে তাঁর গলায় ঢুকে যায়। শ্বাস নিতে পারছিলেন না তিনি। কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায়। যদিও সুহেল শেঠের এই দাবির সত্যতা যাচাই করে দেখেনি এবিপি লাইভ বাংলা। সঞ্জয়ের অফিসের তরফ থেকে জানানো হয়েছে, হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে, এই সুহেল শেঠই প্রথম সঞ্জয়ের মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছিলেন।
২০০৩ সালে করিশ্মা ও সঞ্জয়ের বিবাহ হয়েছিল। ২০১৬ সালে লম্বা আইনি লড়াইয়ের পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এখন ছেলে ও মেয়েকে নিয়ে আলাদাই থাকছিলেন করিশ্মা। অন্যদিকে সঞ্জয় বিয়ে করেছিলেন মডেল পিয়া সচদেবকে। সুখী দাম্পত্য ছিল তাঁদের। তবে সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের পরে আর বিবাহ করেননি করিশ্মা কপূর। বৃহস্পতিবার দুপুরেই আমদাবাদে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক প্লেন দুর্ঘটনার কথা শুনে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট ও করেছিলেন সঞ্জয় কপূর। কিন্তু তখন সম্ভবত তিনি নিজেও কল্পনা করতে পারেননি যে আমদাবাদ ফ্লাইট দুর্ঘটনার দিনটি তাঁর জীবনেরও শেষ দিন হবে।
আমদাবাদ ফ্লাইট দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় কপূর লিখেছিলেন, 'ভয়াবহ খবর! দুর্ভাগ্যজনক ভাবে এয়ার ইন্ডিয়ার বিমান আমদাবাদে ভেঙে পড়েছে। যে সমস্ত পরিবার এই ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য কেবল প্রার্থনা। এই কঠিন সময়ে, তাঁরা যেন শক্ত থাকেন।' এর কয়েকটি দিন আগে, সোশ্যাল মিডিয়ায় জীবন বোধ সম্পর্কে একটি পোস্ট করেছিলেন সঞ্জয়। তিনি লিখেছিলেন, 'পৃথিবীতে তোমার সময় সীমিত। কেন হল এই প্রশ্ন না রেখে, যদি এমন হত, এই প্রশ্ন রেখে যাও।'