কানাঘুষোয় শোনা যেত তাঁরা প্রেম করেন, লন্ডনে একে অপরের হাত ধরে বসে থাকতে দেখা গেল সানি-ডিম্পলকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Sep 2017 02:51 PM (IST)
লন্ডন: বহুদিন ধরেই কানাঘুষোয় শোনা যেত সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়া প্রেম করেন। দীর্ঘদিনের চর্চিত এই জুটিকে লন্ডনে এক ক্লাবে একসঙ্গে বসে থাকতে দেখা গেল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সূত্রের খবর, গত অগাস্টে তাঁরা দুজন একসঙ্গে লন্ডন গিয়েছিলেন। অনলাইনে ভিডিওটি শেয়ার করেছেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান। ভিডিওটি শেয়ার করেন কমল আর খান ক্যাপশনে লিখেছেন একসঙ্গে ছুটি কাটাচ্ছেন সানি এবং ডিম্পল। তাঁদের দুজনকে জুটি হিসেবে খুব সুন্দর দেখাচ্ছে। সানিকে পর্দায় সম্প্রতি দেখা গিয়েছে শ্রেয়াস তলপে পরিচালিত পোস্টার বয় ছবিতে। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেন ববি দেওল। এদিকে ডিম্পলকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১৫ সালে 'ওয়েলকাম ব্যাক' ছবিতে। রাজেশ খন্নাকে বিয়ে করেছিলেন ডিম্পল। তাঁর দুই মেয়ে রয়েছে। টুইঙ্কল খন্না, রিঙ্কি খন্না। সানি এলং ডিম্পল মিলে একসঙ্গে পাঁচটি ছবি করেছেন। 'মঞ্জিল মঞ্জিল' (১৯৮৪), 'অর্জুন' (১৯৮৫), 'আগ কা গোলা' (১৯৮৯), 'নরসিংহ' (১৯৯১) এবং ১৯৯৩ সালে 'গুনহা'।