নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) যাঁরা সক্রিয় তাঁরা কিলি পল (Kili Paul) ও নীমা পলের (Neema Paul) নামের সঙ্গে ভালই পরিচিত। বিভিন্ন হিন্দি গানে লিপ-সিঙ্ক (Lip Sync) করে ভিডিও করেন তাঁরা যা বিপুলভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তাঁরা সানি দেওলের (Sunny Deol) জনপ্রিয় গান 'ম্যায় নিকলা গড্ডি লেকে'র (Main Nikla Gaddi Leke) তালে পা মেলালেন। আর সেই ভিডিও নজরে পড়ল খোদ অভিনেতার। তারপর?
কিলি-নিমার ভিডিও শেয়ার করলেন সানি দেওল
২০০১ সালে মুক্তি প্রাপ্ত জনপ্রিয় ছবি 'গদর: এক প্রেম কথা'। বক্স অফিসে দারুণ সাফল্যের সঙ্গে সঙ্গেই এই ছবির গান মনে ধরে সকলের। ফলে ২২ বছর পর আজও সেইসব গান শ্রোতাদের মনে টাটকা। এবার সেই ছবির বিখ্যাত গান 'ম্যায় নিকলা গড্ডি লেকে'-তে নাচ করলেন কিলি পল, সঙ্গী তাঁর বোন নীমা।
ভিডিওয় দেখা যাচ্ছে কিলি ও নীমা, দুজনেই ভারতীয় পোশাকে সেজেছেন। কিলির পরনে শেরওয়ানি। নীমার পরনে আনারকলি। গানের সঙ্গে একেবারে নিখুঁত 'লিপ সিঙ্ক' ভাই-বোনের। কিলি পল এই ভিডিও আপলোড করে লেখেন, 'সানি দেওলের মতো নব্বইয়ের বলিউড তারকারা আমার ছোটবেলাটা সুন্দর করে দিয়েছেন। প্রচুর সিনেমা দেখেছি এবং আমার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। এবং আজ আমি এখানে, নিজের স্বপ্নের কাছে পৌঁছনোর চেষ্টা করছি। আমি বলিউডের কনটেন্ট ক্রিয়েশনের অংশ হতে পেরে আনন্দিত এবং আশা রাখি যে একদিন স্বপ্ন সত্যি হবে আমার। এই পুরনো গানগুলি খুব পছন্দ করি।' তাঁর পোস্টে অনুরাগীরা লিখতে থাকেন, 'গদর শুধু একটি ছবিই নয়, এটি একটি আবেগ।' কিলি ও নীমার এই ভিডিও শেয়ার করেছেন 'গদর' অভিনেতা সানি দেওলও। হার্ট ইমোজি পোস্ট করেন ক্যাপশনে।
প্রসঙ্গত, অতি জনপ্রিয় এই 'গদর' ছবির দ্বিতীয় ভাগ নিয়ে আসতে চলেছেন সানি দেওল ও আমিশা পটেল। ছবির নাম 'গদর ২'। তাঁদের সঙ্গে বহু প্রতীক্ষিত এই ছবিতে দেখা যাবে শত্রুঘ্ন সিন্হার ছেলে লভ সিন্হাকে।
দুই ছবিরই পরিচালক অনিল শর্মা। 'গদর এক প্রেম কথা' ছবিতে সানি দেওল ও আমিশা পটেলের পুঁচকে ছেলে জীতের ভূমিকায় দেখা গিয়েছিল অনিল শর্মার ছেলে উৎকর্ষ শর্মাকে। আসন্ন 'গদর ২' ছবিতেও তাঁকে দেখা যাবে। প্রসঙ্গত, ১১ অগাস্ট এই ছবির সঙ্গেই মুক্তি পাবে অক্ষয় কুমারের 'OMG 2'। কোন ছবি দর্শক বেশি পছন্দ করেন, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন