মুম্বই: ফের বলিউডে (Bollywood) জুটি বাঁধতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। 'স্ত্রী' (Stree) ছবির সিক্যুয়েল 'স্ত্রী ২'র (Stree 2) শ্যুটিং শুরু করলেন তাঁরা। হরর কমেডি (Horror Comedy) ঘরানারই ছবি হতে চলেছে। মঙ্গলবার এই ছবির কাজ শুরু করলেন তাঁরা।
'স্ত্রী ২' ছবির শ্যুটিং শুরু হল
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও পোস্ট করে নতুন ছবির শ্যুটিংয়ের কথা ঘোষণা করেন রাজকুমার রাও। ক্যাপশনে তিনি লেখেন, 'আরও একবার, চন্দেরিতে আতঙ্ক ছড়াল! স্ত্রী ২ ছবির শ্যুটিং শুরু! সে আসছে - অগাস্ট ২০২৪!'
এদিনের ভিডিও দেখে মনে করা হচ্ছে যে এবারের ছবির দ্বিতীয় ভাগে দু'জন ভুতের সন্ধান মিলবে। এবারের ট্যাগলাইনে লেখা রয়েছে 'সরকটে কা আতঙ্ক'।
অমর কৌশিক পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও, শ্রদ্ধা কপূর, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই ছবির মুক্তি পাওয়ার কথা ২০২৪ সালের অগাস্ট মাসে।
এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই অনুরাগী ও তারকাদের শুভেচ্ছাবার্তায় ভাসতে শুরু করে। অভিনেত্রী ভূমি পেডনেকর বলেন, 'আর তর সইছে না'। অপর এক অনুরাগী বলেন, 'বহু প্রতীক্ষিত ছবি।' অপর এক অনুরাগী লেখেন, 'ওহ মাই গড!! অত্যন্ত উত্তেজিত এই ছবির জন্য।'
গত এপ্রিল মাসে ছবির নির্মাতারা এই হরর কমেডি ঘরানার ছবির নাম ঘোষণা করেন মুম্বইয়ের একটি বড় ইভেন্টে। সেই সময়ে ঘোষণা করা হয় ছবির মুক্তির সময়ও। সম্প্রতি 'স্ত্রী ২' কাস্ট একত্রিত হয়ে চিত্রনাট্য পাঠ করেন।
অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী' মুক্তি পায় ২০১৮ সালে এবং বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় এই ছবি। রাজকুমার রাও ও অপারশক্তি খুরানাকে এরপর বরুণ ধবনের হরর কমেডি ঘরানার 'ভেড়িয়া' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায়। 'ভেড়িয়া' ছবির নির্মাতারাও এর সিক্যুয়েল ঘোষণা করেন। এই অনুষ্ঠানে 'ভেড়িয়া ২' ছবির লোগোও আসে প্রকাশ্যে।
আরও পড়ুন: Subhasree: দিদির জন্মদিনে ভালোবাসার বার্তা শুভশ্রীর, শেয়ার করলেন আদুরে ছবি
উল্লেখ্য, রাজকুমার রাওকে দেখা যাবে জাহ্নবীর কপূরের বিপরীতে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে। এবং শ্রীকান্ত ভোল্লার ছবি 'SRI'-এ, আলায়া এফের বিপরীতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial