নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী সানি লিওন যে পঞ্চাবি বংশোদ্ভূত, তা সবাই জানেন। কিন্তু পঞ্জাবি গানেরও যে তিনি অনুরাগী, তা বোধহয় সবার জানা নেই। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে দালের মেহেন্দির একটি জনপ্রিয় গানের তালে তাঁকে জমিয়ে নাচতে দেখা গিয়েছে।
ভিডিওটি কোনও বিমানবন্দরের বলে মনে করা হচ্ছে। সেখানে নিজের দলের সদস্যদের সঙ্গে দালের মেহেন্দির ‘বোলো তারারা’ গানের তালে নাচতে দেখা গিয়েছে সানিকে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'হ্যাঁ, আমরা সবাই পাগল'।




এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ২৮ লক্ষ বারের বেশি দেখা হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই বলা যায়, ভিডিওটি তাঁর অনুরাগীদের ব্যাপক পছন্দ হয়েছে। আসলে ভিডিওতে সানির সাবলীলতা ও মজা উপভোগ করার দৃশ্য অনুরাগীরা পছন্দ করেছেন। তাঁরা বিভিন্ন কমেন্টে তাঁদের পছন্দের কথা জানিয়েছেন।