ভারতকে হারাতে হলে তিন বিভাগেই সেরা পারফর্ম করতে হবে: সরফরাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Sep 2018 04:52 PM (IST)
দুবাই: এশিয়া কাপে ভারতকে হারাতে হলে তিন বিভাগেই সবচেয়ে সেরাটা দিতে হবে পাকিস্তানকে। এমনই মন্তব্য করেছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। ছয় দেশীয় এই একদিনের টুর্নামেন্টে প্রথম ম্যাচে পাকিস্তান হংকংকে আট উইকেটে হারিয়েছে। টুর্নামেন্টে শুরুটা ইতিবাচক হলেও আগামী বুধবার ভারতের বিরুদ্ধে মহারণের আগে দলের কয়েকটি ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছেন সরফরাজ। তিনি বলেছেন, অধিনায়ক হিসেবে কয়েকটি ক্ষেত্রে কাজ করার প্রয়োজনীয়তা আমার চোখে পড়েছে। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটা নয় বা দশ উইকেটে জেতা উচিত ছিল। একইসঙ্গে নতুন বলে আরও ভালো পারফর্ম করতে হবে। নতুন বলে সুইং হচ্ছে না, এটা আমাদের কাছে সতর্কবার্তা। অনুশীলনে এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে। ভারতের বিরুদ্ধে তিন বিভাগেই আমাদের সেরাটা দিতে হবে।