মুম্বই:  ঋণ নিয়েছেন সানি লিওনি! তাও মাত্র ২০০০ টাকা! না সিনেমার গল্প নয়। সত্যি ঘটনা। তবে সানি নিজে ঋণ নেননি। প্রতারিত হয়েছেন। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী। তাঁর প্যান কার্ড (pan card) সংক্রান্ত তথ্য হাতিয়ে একটি ঋণ প্রদানকারী সংস্থা থেকে দুই হাজার টাকা ঋণ (loan) নিয়েছেন একজন। যার ফলে প্রভাব পড়েছে তাঁর সিবিল স্কোরে (cibil score),টুইটে এমনটাই অভিযোগ করেছিলেন সানি লিওনি। ওই টুইটে তিনি লিখেছিলেন, 'একজন আমার প্যান কার্ডের তথ্য নিয়ে প্রতারণা করেছেন। ওই তথ্য দিয়ে দুই হাজার টাকা ঋণও নিয়েছেন।' ঋণ প্রদানকারী সংস্থা কোনও পদক্ষেপও করছে না বলে টুইটে অভিযোগ জানিয়েছিলেন তিনি।  যদিও ইতিমধ্যেই ওই টুইট (tweet) ডিলিট করেছেন সানি লিওনি। কারণ, তাঁর টুইটের পরেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে ওই ঋণপ্রদানকারী সংস্থা। পরে সমস্যা মিটতেই ফের টুইট করেছেন সানি লিওনি, সেই টুইটে দ্রুত সমস্যা সমাধানের জন্য ঋণপ্রদানকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী।


দেখুন সানি লিওনির সেই টুইট


তবে নিজের সমস্যা মেটার পরেই চুপ করে যাননি জনপ্রিয় অভিনেত্রী। ওই একই সংস্থাকে ট্যাগ করে একই সমস্যা নিয়ে টুইট করেছিলেন এক ব্যক্তি। কোনও ঋণ না নিলেও তাঁকে ফোন করে সংস্থার পক্ষ থেকে ঋণ নিয়ে প্রশ্ন করা হচ্ছে। টুইটে এমনটাই অভিযোগ ওই ব্যক্তির। সেই টুইট রিটুইট করে সংস্থাকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন সানি। 


দেখুন সেই টুইট


ঋণ সংক্রান্ত প্রতারণা নতুন কিছু নয়। আমার-আপনার মতো সাধারণ নাগরিক প্রায়ই এই সমস্যার সামনে পড়েন। তা নিয়ে অভিযোগও বিস্তর। তথ্য চুরি করে বা অন্য কোনওভাবে ঋণ জালিয়াতির অভিযোগ আসে সামনে। অনেকক্ষেত্রেই বারবার অভিযোগের পরেই কোনও সুরাহা হয় না বলেও অভিযোগ করেন অনেক ভুক্তভোগী। তা নিয়ে দীর্ঘদিন ধরে নাস্তানাবুদও হন অনেকেই। তবে শুধু আমজনতাই নয়। প্রতারণার ফাঁদে পড়ে নাকাল হতে হয় অনেক তারকাকেও। সানি লিওনির ঘটনা সেটাই যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।