সানি অবশ্য তখনই দাবি করেন, তিনি কোনও ছবির নকল করেননি। তাঁকে একটি ছবি দেওয়া হয়, তা দেখে ছবিটি আঁকেন তিনি। সানি লিখেছেন,হ্যালো, আপনাদের সকলকে জানাচ্ছি, আমাকে এই ছবিটি দেওয়া হয়, তা দেখে একটি ছবি আঁকার সিদ্ধান্ত নিই আমি। কখনও এমন দাবি করিনি, ছবি সৃষ্টির পিছনে কল্পনা আমারই ছিল। আমার স্রেফ একটি ছবি দেখে ভাল লেগেছিল, তা এঁকেছিলাম। ছবিটি ক্যানসার আক্রান্ত শিশুদের সাহায্যে ব্যবহার করা হচ্ছে, আপনাদের তা পছন্দ হয়নি, সে জন্য ক্ষমা চাইছি। ডায়েটসব্য এরপর শিল্পী মালিকা ফাব্রের প্রতিক্রিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে ফাব্রে লিখেছেন, সানি লিওন, ছোট করে একটা কৃতিত্বও কি দেওয়া যেত না.. মেধা স্বত্ত্ব অধিকার বলেও একটা ব্যাপার আছে, তা কি আপনার জানা নেই? আপনি আমার ছবি কপি করছেন, তারপর তা নিলামে তুলছেন, এসব তো আমি নাও চাইতে পারতাম। যে কারণে এটা করেছেন তা মেনে নেওয়া যায়। কিন্তু আপনার ব্যবহার মানা যায় না। আঁকা ছবি নিয়ে বিতর্কে সানি লিওন, উঠল চুরির অভিযোগ
ABP Ananda, Web Desk | 31 Oct 2019 09:55 AM (IST)
সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে, সানি ছবিটি ফরাসি শিল্পী মালিকা ফাব্রের ছবি থেকে স্রেফ টুকে দিয়েছেন।
মুম্বই: এবার একটি পেন্টিং নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন সানি লিওন। দাতব্য অনুষ্ঠানের জন্য নিলামে তুলতে একটি ছবি আঁকেন সানি। কিন্তু অভিযোগ উঠেছে, সেই ছবি এক ফরাসি শিল্পীর আঁকা ছবির হুবহু নকল। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে, সানি ছবিটি ফরাসি শিল্পী মালিকা ফাব্রের ছবি থেকে স্রেফ টুকে দিয়েছেন। অভিযোগ তুলেছে ডায়েটসব্য নামে এক ইনস্টগ্রাম অ্যাকাউন্ট থেকে, বলা হয়েছে, আমরা সকলে দানধ্যানের সমর্থন করি। কিন্তু কৃতিত্ব না দিয়েই অন্য শিল্পীর কাজ চুরি করা ও তা দাতব্যের নামে নিলামে তোলা অবশ্যই অপরাধ। বাঁ দিকে মালিকা ফাব্রের আঁকা আসল ছবি, ডান দিকে সানি লিওনের আঁকা ছবি।