দেখুন গভীর জঙ্গলে ঝর্ণায় স্নানরত সানি লিওনকে
ABP Ananda, Web Desk | 07 Aug 2018 08:13 AM (IST)
মুম্বই: একটি টেলিভিশন চ্যানেলের রিয়্যালিটি শো-তে যোগ দিয়ে ছোট পর্দাতেও এবার গ্ল্যামার ছড়াতে প্রস্তুত সানি লিওন। শো শুরুর আগে তাঁর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সানি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ভিডিও। ভিডিওয় দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি ঝর্ণার পাশে সানি। আগে এই ফটোশ্যুটেরই কিছু ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন। দেখুন ভিডিওটি [embed]https://www.instagram.com/p/BmIV_JPHHV0/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control[/embed]