মুম্বই: একসময় আমেরিকার অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ ছিলেন সানি লিওনি। কিন্তু বর্তমানে তিনি বলিউডে অভিনেত্রী হিসেবে কাজ করছেন। দীর্ঘ বেশ কিছু বছর ধরে তিনি  বি টাউনে একাধিক ছবিতে অভিনয় করেছেন। শুধু তাই নয়, ছোট পর্দারও বেশ কিছু শো সঞ্চালনা করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনগুলোর কথা মনে করলেন সানি। জানালেন, একসময় তিনি ভাবতেন যে, তিনি কখনও ভারতে আসবেন না। কেন এমন মনে হত তাঁর?



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


ভারতে আসা প্রসঙ্গে সানি লিওনি-


বলিউডে আসার আগে আমেরিকার অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ ছিলেন সানি লিওনি। এক সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন, সে সময়ে ভারত থেকে নানা ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। এমনকি তিনি নিজে থাকতেন কানাডায়। একাধিকবার ট্রোল এবং হুমকির মুখে পড়তে হয়েচে তাঁকে। জানালেন, তাঁর বয়স তখন ১৯-২০ হবে। তখন থেকেই তিনি ঘৃণাভরা মেল, মৃত্যু হুমকি প্রভৃতি পেতেন। আর তাই তিনি মনে করতেন যে, তিনি কখনও ভারতে আসবেন না। তাঁর মনে হত, ভারতের মানুষ তাঁর উপর অত্যন্ত ক্ষুব্ধ। 



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Srabanti Chatterjee: জলের মাঝে হলুদ আকর্ষণীয় পোশাকে শ্রাবন্তী, ছবিতে উত্তাল নেট দুনিয়া


সানি লিওনি বলছেন, 'আমার কেরিয়ারের একেবারে শুরুতে আমি বহু ঘৃণাভরা মেল এবং মৃত্যু হুমকি পেয়েছি। পরিস্থিতি এমন ছিল যখন আমি অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। লাগাতার মৃত্যু হুমকি পাওয়ার পর থেকে আমার মনে হত, আমি কখনও ভারতে যাবো না। যখন আমি এই সমস্ত মৃত্যু হুমকি দেওয়া চিঠি পেতাম, তখন আমার বয়স ১৯-২০ হবে।  সেই সময় সেসব আমার উপর মারাত্মক প্রভাব ফেলত।  এখন সেসব প্রভাব না ফেললেও, তখন প্রভাব ফেলত। মনে করতাম, যদি এমন কাউকে পেতাম, যে আমাকে বোঝাবে, পাশে থাকবে, গাইড করবে যে, ঠিক আছে, এসব হয়েই থাকে। ওদের সম্পর্কে চিন্তা কোরো না।  পাশে এমন কোনও ব্যক্তি না থাকার জন্যই আমার ধারণা তেমন ছিল।'



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">